• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রুপালি দুনিয়ায় পথচলা শুরু রিয়েলির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:০৯ পিএম
রুপালি দুনিয়ায় পথচলা শুরু রিয়েলির
নিপা আহমেদ রিয়েলি। ছবি: সংগৃহীত

স্বপ্ন তার আকাশ ছোঁয়া। যার স্বপ্ন আকাশের মতো বিশাল তাকে আটকে রাখার সাধ্য কার? রুপালি দুনিয়ায় ডানা মেলার স্বপ্𒉰ন নিয়ে পথচলা শুরু নিপা আহমেদ রিয়েলির। আজ শুক্রবার থেকে তার নামের পাশে যুক্ত হলো চিত্রনায়িকা তকমা। মুক্তি পেয়েছে রিয়েলির ‘মেকআপ’ সিনেমা। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির গল্পে উঠে আসবে চিত্রপুরীর অন্ধকার অধ্যায়ের গল্প। একজন সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার গল্প। খ্যাতিমান তারকার সঙ্গে প্রেম। ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনের গল্পই হচ্ছে ‘মেকআপ’। এতে রিয়েলির বিপরীতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান ও রোশান।

নিজের প্রথম সিন♕েমায় তারিক আনামের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে রিয়েলি বলেন, ‘শুটিং সেটে তারিক আনাম খান যে এত বড় মাপের অভিনেতা, সে কথা একটি বারের জন্যও বুঝতে দেননি। তার মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এরপর তার সাপোর্ট না পেলে নিজেকে মেলে ধরতে পারতাম না।’

এরপর রোশানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রোশান ভাই অনেক হ༒েল্পফুল ছিলেন। তিনিও চাইছিলেন যেন কাজটি অনেক ভালো হয়। পুরো টিম মিলেই চ♑েষ্টা করেছি একটি ভালো প্রোজেক্ট উপহার দিতে।’

এরপর ‘মেকআপ’ সিনেমায় চ্যালেঞ্জ প্রসঙ্গে রিয়েলি⭕ বলেন, ‘পুরোটাই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। কারণ একজন জনপ্💎রিয় নায়িকার চরিত্র আমাকে তুলে ধরতে হবে। আমি তো নতুন। তাই আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। চেয়েছি সুন্দর করে নিজের চরিত্র বিশ্বাসযোগ্য করে তুলতে। কতটা পেরেছি দর্শক বিচার করবেন।’

এ মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে—জানতে চাইলে নায়িকা বলেন, ‘সিনেমার প্রচারণাღয় সময় দিচ্ছি। শুক্রবার নিজের মতো করে একটি শো বোরকা পরে দর্শকের সঙ্গে বসে তাদের প্রতিক্রিয়া দেখব। এরপর টিমের সঙ্গে হল ভিজিটে যাব। এভাবেই চলবে। এ ছাড়া সিনেমার জন্য তো পত্রিকা, অনলাইন ও টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছি।’

রিয়েলি আরও বলেন, ‘দর্শকের জন্যই আমরা কাজ করౠি। আমার প্রথম সিনেমা সবাইকে দেখার আহ্বান করব। সিনেমাটি দেখার পর আপনাদের মতামত দেবেন।’

সিনেমাটিতে যুক্ত হলেন কীভাবে জবাবে এই নায়িকা বলেন, ‘পরিচালক এই সিনেমা🧸টির জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন। তখন আমার কাছে কাজের প্রস্তাব আসে। গল্পটি শুনে মনে হয়েছে, আমার এমন একটি সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আসা প্রয়োজন। কারণ গল্প এক কথায় অসাধারণ। আমি ভাগ্যবতী এত সুন্দর একটি গল্পের সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আমার অভিষেক হলো এজন্য।’

আড়াই কোটি টাকা বাজেটের সিনেমাটিতে ঢাকাই ছবির একজন সুপারস𝓀্টারের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে রিয়েলি অভিনীত ‘খোদা হাফেজ’ সিনেমাটি চলতি বছর ঈদ💯ুল ফিಌতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ও শিগগির দেখবেন বলে জানালেন এই নায়িকা। আরও কিছু চলচ্চিত্রের কাজ রয়েছে, যা এ বছরই শুটিং শুরু হবে।

Link copied!