• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল ২০২৫

খুলনাকে হারিয়ে জয়ে ফিরলো রাজশাহী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৬:১৫ পিএম
খুলনাকে হারিয়ে জয়ে ফিরলো রাজশাহী
ছক্কা মারছেন আকবর আলী। ছবি : সংগৃহীত

দারুণ জমে উঠেছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে খুলনা টাইগার্সের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ♎দুই ম্যাচেই জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল। তবে তৃতীয় ম্যাচে এসে তারা ২৮ র🌼ানে হারলো দুর্বার রাজশাহীর কাছে।

টানা দুই জয়ের পর হেরেছে খুলনা, টানা দুই হারের পর জয়ে ফিরেছে রﷺাজশাহী। রাজশাহীর ১৭৮ রানের জবাবে খুলনা ১৫০ রানে অলআউট হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১৭৯ রানের লক্ষ্য তাড়🐠ায় শুরুতেই ধাক্কা খায় খুলনা। উইলিয়াম বসিস্তু ৬ রানে ফিরে যান। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ করেন ৭ বলে মাত্র ১ রান। দলের হাল ধরার চেষ্টা করেন নাইম শেখ আর আফিফ হোসেন। ২৮ বল খেলে ২৪ রান করে আউট হন নাইম। আফিফ ৩৩ করতে খরচ করেন ৩০ বল।

মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বলে ২ ছক্কায় ১৮ রানে এবং 𒈔ইমরুল কাযেস ৬ বলে ১ চার আর ২ ছক্কায় ১৭ রানে আউট হন। ♏ 

তাসকিন, সꦉোহাগ গাজী আর রায়ান বার্ল নেন দুটি করে 🃏উইকেট।

এর আগে টস হারা রাজশাহী ৯.৫ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারায়। সে♋খান থেকে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল আর শেষদিকেဣ আকবর আলীর ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী।

রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস ২০ বলে ২৭ রান করে ফেরেন। ২২ বলে ২৩ রান করেন জিশান আলম। অধিনায়ক এনামুল হক বিজয় মাত্র ৭ রান রান ক💜রেন। এসএম মেহেরব ৭ বলে ৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন।

পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি করেন ইয়াসির আলী রাব্বি💦 ও রায়ান 𒐪বার্ল। আবু হায়দার রনির করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪১ রান করে বোল্ড হন ইয়াসির আলি।

এরপর ঝড় তোলেন আকবর আলী। ৯ বলে ৩ চার আর ১ ছক্কায় ২১ রান করেন তিনি। বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত 𒁃থাকেন।

নাসুম আহমেদ ২০🌜 রানে ২টি আর মোহাম্মদ নওয়াজ, মিরাজ ও আবু হায়দার রনি নেন একটি করে উইকেট।

Link copied!