• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১১ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল থেকে ঢাকা লিগ কঠিন, বললেন ভারতেরই এক ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৩৩ পিএম
আইপিএল থেকে ঢাকা লিগ কঠিন, বললেন ভারতেরই এক ক্রিকেটার
পারভেজ রসুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কিছু কিছু প্রচার মাধ্যম গত বছর ভারতের আইপিএল চলাকালে ম্যাচ বিশ্লেষন করেছিল। বাংলাদেশের অনেক মিডিয়া আইপিএলকে নিয়ে যত রিপোর্ট করেছিল গতবার, বাংলাদেশের বিপিএল নিয়ে তার চেয়ে অনেক কম রিপোর্ট করেছিল। এটার কারণ একটাই, বাংলাদেশকে খাটো করা। সেই আইপিএলক꧂েই ঢাকা লিগের চেয়ে সহজ টুর্নামেন্ট বলেছেন একজন ভারতীয় ক্রিকেটার।    

সেটা মনে করেন ভারতের পারভেজ রসুল। তিনি মনে করেন আইপিএলের চেয়েও কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ। আইপিএলে চার মৌসুম খেলেছেন পারভেজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন একাধিক মৌসুমে। গাজী গ্রুপ ক্রিকেটার্স, 💞লেজেন্ডস অব রুপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সবমিলিয়ে খেলেছেন ৪ মৌসুম।

‘অফ স্ক্রিপ্ট’ শোতে পারভেজ বলেছেন, ‘বাং🍃লাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল ও ঢাকা লিগেও খেলেছি।’

দুই লিগই কাছ থেকে দেখা পারভেজ ঢাকা প্রিমিয়ার লিগকে এগিয়ে রাখার পেছনে একটা যুক্তিও দেখিয়েছেন। তিনি বলেন, ‘কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়।🥀 খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের স🌄ঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’

তিনি বলেন, ‘কোনো নাম বলব♛ না। কিন্তু বেশ কয়েকজন বড় খেলোয়াড় আছেন, যারা সেখানে (ডিপিএল) খেলেছেন এবং ২-৩ ম্যাচ পরই ফেরত পাঠানো হয়েছে।’

জম্মু ও কাশ্মীর থেকে ভারতের প্রথম ক্রিকেট🃏ার হিসেবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ।

Link copied!