জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আ🍸হ্বায়ক মনিরা শারমিন।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টা🍒য় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ৭ দফা দাবি সম্বཧলিত লিফলেট বিতরণে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এ আহ্বান জানান তিনি।
মনিরা শারমিন বলেন,💛 “১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী খুনি ❀ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার করতে হবে। স্বৈরাচার হাসিনার দোসররা জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে এখনো দেশবিরোধী নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিপ্লব বেহাতের অপচেষ্টাকারীদের রুখে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সজাগ থাকবে জাতীয় নাগরিক কমিটি।”
পরে ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ স্লোগানকে সামনে রেখে মুক্তির মোড় হয়ে পর্যায়ক্রমে শহরের বাটার মোড়, তাজের মোড়, ব্রিজের মোড়সহ বিভিন্ন গুরুত্ব♌পূর্ণ স্থান ও সড়কে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অন্꧑যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 𓃲নওগাঁর সমন্বয়ক তানজিম বিন বারি, আরমান হোসেন ও ফজলে রাব্বী বক্তব্য রাখেন।
এসময় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সাধারণ সম্পাদক এমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ꦺসমন্বয়ক রাফি রেজোয়ান ও সাদন🍸ান সাকিবসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।