আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। ট𓂃ানা ২ বার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরꦑাতে পারেননি তিনি। তাই এই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক🌞্রিকেট বোর𓄧্ড (বিসিবি)।
এতে বলা হয়, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টা♔রে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্ꩵচিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে।
ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বཧোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। সেই পরীক্ষায় ব্যর্থ হলে নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। পরে চেন্নাইয়ে এক দফা🍬 পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। একই জায়গায় আরও একবার অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। এবার তাতেও ব্যর্থ হলেন।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় নেওয়ার ইচ্ছা জানিয়েছিꦺলেন সাকিব। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির এই টুর্নামেন্টটি। এ জন্য ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। তবে চ্যাম্পিয়নস ট্রফির সে দলে সাকিব আল হাসানের ন𓂃া থাকাটা এখন একরকম চূড়ান্ত। কারণ শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে জায়গা দেওয়া একটু কঠিনই।