আন🐓্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা গতকালই জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তার বিদায়ী ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্𒊎ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক ইংল্যান্ড।
মঙ্গলবার (১৯ জুলাই) ডারহামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুর🐬ু হবে বাংলাদেশ সময় বিকাল ৬ টায়।
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজেܫ ২-১ ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। শেষ ম্যাচের একাদশ থেকে বোলিংয়ে বেশকিছু পরিবর্তন এনেছে জস বাটলারের দল। হজ পালন শেষে একাদশে ফিরেছেন লেগ স্পিনার 🧜আদিল রশিদ। আর ওয়ানডেতে অভিষেক হচ্ছে ম্যাথু পটসের।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়🃏ক), ল𒁃িয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, আদিল রশিদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, জ্যানেম্যান মালান, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ে, কেশ♕ব মহারাজ (অধিনায়ক), অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিদি ও তাবরেজ শামসি।