• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লর্ডস টেস্টে ১৩২ রানেই অলআউট নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৮:২২ পিএম
লর্ডস টেস্টে ১৩২ রানেই অলআউট নিউজিল্যান্ড

নতুন প্রজন্মের ই♔ংল্যান্ড টেস্ট দলের বিপক্ষে সফরকারী নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্𝓀র ১৩২ রানে গুঁটিয়ে গেছে। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও অভিষিক্ত ম্যাথু পটসের জোড়া ৪ উইকেটে মাত্র ৪০ ওভারেই অলআউট হয়ে যায় কেন উইলিয়ামসনরা।

বৃহস্পতিবার (২ জুন) ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ড দলে ফেরা স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন বোলিং জুটিতে ভিড়কে যায় সফরকারীಞরা।

ইনিংসের তৃতীয় ও পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে নেন ৪০ ছুইছুই বয়সী অ্যান্ডারসন। এরপর উইকেটের দৌড়ে এগিয়ে আসেন পেসার ব্রড ও অভিষিকඣ্ত পেস অলরাউন্ডার ไপটস। 

ফলে দলীয় ৪৮ রানে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ফেলার সময় মনে হচ্ছিল একশ হয় কিনা তার শঙ্কায় পড়ে যায়। তবে দলের পক্ষে একা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন কলিন ডি গ্রান্ডহোম। ফলে দলীয় একশ ছাড়িয়ে যায়। তবে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই মাত্র ১৩⛎২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

কিউয়িদের দলীয় সর্বোচ্চ অপরাজিত ৪২❀ রান করেন𒁏 গ্রান্ডহোম। এছাড়া পেসার টিম সাউদি করেন ২৬ রান।

বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ও পটসের ৪ উইকেটের সঙ্গে ব্রড ও অধিনায়ক বেন স্টোকস নেন ১টি করে উইকেট൩। 

Link copied!