চলতি মৌসুমের মতো দল বদল আর কোন মৌসুমেই হয়নি। ফুটবল ইতিহাসেরে সেরা দুই খেলোয়াড় ক্লাব ছেড়েছেন চলতি মৌসুমেই। এর মাধ্যমেই রেকর্ডের জন্ম দিয়েছেন দুই লিজেন্ড লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সী রোলানদো ফিরেছেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। রোনালদোর ছবি দিয়ে ম্যানইউ ইনস্টাগ্রামে যে পোস্ট করেছেন তাতে ১২ মিলিয়নেরও বেশি লাইক পড়ে💧ছে। এটি এখন একটি ক্রীড়া দলের সর্বাধিক পছন্দ করা ছবি।
পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার ঘোষণার ছবিতে লাইক পড়েছে ১২ কোটি ৯০ লাখেরও বেশী। এদিকে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার সাবেক তারকা লিওনেল মেসিকে। মেসির পিএসজিতে যাওয়ার ঘোষণার ভিডিওতে লাইক পড়েছিল ৭ কোটি ৮১ লাখেরও বেশী।
যদিও রোনালদোর এ ছবিটা একটি ক্রীড়া দ🅺লের পোস্টের রেকর্ড ভেঙেছে কিন্তু ইনস্টাগ্রামে সর্বাধিক জনপ্রিয় ক্রীড়া ছবিতে নেই এটি।
সেই রেকর্ডটি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দখলে। কোপা আমেরিকা ট্রফির সঙ্গে মেসির ছবিটি ক্রীড়া জগতে সবচেয়ে ব꧅েশী লাইক পাওয়া ছবি।
চলুন জেনে নেই🔥🐻 ইনস্টাগ্রামে সর্বাধিক ৫ পছন্দকারি ছবিগুলো-
১) মেসির কোপা👍 আমেরিকা জয়ের ছবি যেটিতে লাইক পড়েছিল ২১ কোটি ৯৩ লাখেরও বেশী।
২) ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর ক্রিস্টিয়ানো রোনালদো🧸 একটি ছবি পোস্ট করেছিলেন, যেটিতে লাইকের সংখ্যা ১৯ কোটি ৮৭ লাখ।
৩) ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর মেসির পোস্ট করা ছবিতে লাইকে💦র সংখ্যা ১৬ কোটি ৪০ লাখ।
৪) যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কুবে ব্রায়ান্টকে উৎসর্গ করে লেব্রন জেমসের ছবিতে লাইকের সংখ্যা ছিল ১৫🐎 কোটি ৩৭ লাখ।
৫) মৃত্যুর আগে কুবে ব্রায়ান্ট যে পোস্ট দিয়েছিলেন তাতে লাইকের সংখ্যা ছিল ১৪𝄹 কোটি ৪৪ লাখ।