পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে করেছে ৪৫৩ রান। এমন সংগ্রহের ব꧑িপক্ষে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১২২ রানেই হারায় ৫ উইকেট। তবে𓆏 ইয়াসির আলি ও মুশফিকুর রহিমের জুটি আশা দেখাচ্ছে টাইগার শিবিরকে।
ওপেনার তামিম ইকব💖াল স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে ফিরেছিলেন দ্বিতীয় টেস্টে। ভালো ইনিংসের আশা দেখালেও শেষ পর্যন্ত তাকে থামতে হয় ব্যক্তিগত ৪৭ রানে। প্রথম টেস্টে শতক হাঁকানো মাহমুদুল হাসান জয়ও ফিরেছেন ব্যক্তিগত শূন্য রানে।
অধিনায়ক মুমিনুল হকের ব্যাট অনেকদিন ধরেই হাসছে না। এ ম্যাচেও তার ব্যত্যয় ঘটেনি। ৬ রানে ফেরেন তিনি। বর্তমানে অন্যতম ব্যাটিং ভরস🥀া লিটন দাসও ফিরে যান ১১ রানে।
দলের এমন দুর্দশায় হাল ধরেন মুশফিক ও ইয়াসির। তাদের দুজনের ৬০ রানের পার্টনারশিপ দলকে আশা দেখাচ্ছে। ইয়াসির ৪০ রানে ও মুশফꦜিক ৩৮ রানে ব্যাট করছেন। দলীয় রান ৫ উইকেটে ১৮২।