একটু আগেই জাতীয় দলের হয়ে সম্মানজনক টেস্ট ক্যাপ পরেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত অভিষেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেরেমি সোলজানোর সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন তিনি। ফলে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নে🧔ওয়া হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছিল ম্যাচে ২৮তম ওভারে। রস্টন চেজের করা এই ওভার শর্ট লেগে ফিল্ডিং করছিলেন তিনি। দিমুথ করুনারত্নে সজোরে পুল করলে বল এসে লাগে জেরুমির হেলমেটে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুট📖িয়ে পড়েন জেরুমি।
ফিজিও এসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর মেডিকেল স্টাফদের সহায়তা🍌য় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় তাকে। জেরুমির বদলি হিসেবে নামেন শাই হোপ।
গল টেস্টে দুর্দান্ত শুরু পেয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখার๊ সময় ১ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে লঙ্কানরা। ৮০ রানে ব্যাট করছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। অশাদা ফার্নান্দো ব্যাট করছেন ৩ রানে।