ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আ♔ইপিএল) চলতি আসরে আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে নবাগত দল লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করাꦕর সিদ্ধান্ত নিয়েছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের🧸 তিন ও চার নম্বর দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়শ প্রভুদেসাই, শাহবাজ আহমেদ, দিনেশ ক🥀ার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্শাল প্যাটেল, জোশ হ্যাজেলউড ও মোহাম্মদ সিরাজ।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মনীশ পান্ডে, মার্কাস স্টয়নিস, দীপক হুদা, আয়ুষ ব♒াদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, দুষ🥀্মন্ত চামেরা, আভেশ খান ও রবি বিষ্ণোই।