• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিএসজির অনুশীলনে ফিরলেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ১১:২২ এএম
পিএসজির অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ফরাশি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আগামী ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত দুটোয় মুখোমুখি হবে দুই দল। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার এক সপ্তাহ আগে দলটিকে বড় সুসংবাদই দিলেন নেইমার। দীর্ঘ দুই মাস পর পুরোদমে মাঠে ফিরে দলগত অনুশীলনে যোগ দিয়েছেন ব্র𒈔াজিলিয়ান সুপারস্টার।

গত বছরের নভেম্বরে সেঁত এতিয়েঁর বিপক্ষে মাঠে নেমে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান মাকোর ফাউল থেকে নিজেকে বাঁচাতে লাফ দিয়েছিলেন তিনি। তাতে শুরুতে﷽ সফল হলেও মাটি স্পর্শ করার সময় তার ব🌠াম পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। তাতেই বাজেভাবে তার বাম পা যায় মচকে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় সেই চোট বছরটাই শেষ করে দিয়েছে তার।

তার ইনজুরি পিএসজি শিবিরে দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছিল। ফরাশি এই ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন বহুদিনের। তাই আশা ছিল নেইমার ফিরবেন মধ্য ফেব্রুয়ারির আগেই। মাঝে ফরাসি বেশ কিছু সংবাদ মাধ্যমেღ উঠে এসেছিল তার না ফেরার কথা।

লেকিপে জানাচ্ছিল, নেইমারের ফেরার বিষয়ে যে আশা করেছিল পিএসজি, সে সময়ের চেয়ে বℱেশি সময়ও লাগতে পারে তাকে ফিরে পেতে। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে শেষমেশ পিএসজির আশাই পূরণ হয়েছে। নেইমার পুরো দমেই ফিরেছেন অনুশীলনে।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে লিগ ওয়ানে পিএসজির আরও একটি ম্যাচ আছে কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যদের। আগামী শনিবℱার বাংলাদেশ সময় রাত দুটোয় লিওনেল মেসিরা মুখোমুখি হবেন রেনের। নেইমার অনুশীলনে ফিরে এলেও সেই ম্য😼াচের জন্য পুরোপুরি ফিট নন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।  

যার ফলে আগামী শনিবারই নেইমারকে পিএসজির শুরুর একাদশে দেখার সম্ভাবনা কমই। তবে ধারণা করা হচ্🌱ছে, প্রতিযোগিতামূলক ম্যাচের স্বাদ দিতে রেনের বিপক্ষে সেই ম্যাচের শেষ দিকে কিছু মিনিটের জন্য মাঠে আনা হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে। তবে যাই হোক, নেইমার যে অনুশীলনে ফিরেছেন এটাই তো খুশির সꩵংবাদ পিএসজি সমর্থকদের জন্য। 

Link copied!