• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পরিবারকে নিয়ে বার্সেলোনায় মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৭:৩৬ পিএম
পরিবারকে নিয়ে বার্সেলোনায় মেসি
ফাইল ছবি

ফ্রান্সের লিগ মৌসুম শেষ হওয়ার পর আর্জেন্টিনার হয়ে দারুণ এক সময় পার কর💧েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। ইতালির বিপক্ষে ফাইনালিসিমাতে ৩-০ গোলে জয়ের পর মেসির ৫ গোলে এস্তোনিয়াকে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। এরপর প্রাক মৌসুম শুরুর আগে নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওত🐬ে দুর্দান্ত একটি ছুটিও কাটালেন মেসি।

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হবে নতুন মৌসুম। সে জন্য নিজের জন্মস্থান থেকে মেসিকে ফিরে আসতে হবে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ঘরের মাঠ পা💟র্ক দ্য প্রিন্সেসে। সে লক্ষ্যেই নিজের ব্যক্তিগত বিমানে স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরোকে নিয়ে চড়েন।  

কিন্তু মেসির বিমান প্যারিসে না গিয়ে অবতরণ করেছে তার সাবে🦩ক ক্লাব বার্সেলোনায়। তার আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে বেশকিছু বার্সা সমর্থকও উপস্থিত ছিলেন। যারা মেসিকে কাতালুনিয়ায় স্বাগত জানিয়েছেন, তার সঙ্গে ছবি তুলেছেন, অটোগ্রাফ নিয়েছেন।

ছুটি কাটিয়ে এখন🦩 কর্মব্যস্ত দিনেই ফেরা নয়, ক্লাব ফুটবলের প্রস্তুতির সঙ্গে মৌসুমের মাঝপথে বিশ্বকাপের জন্যও এখ🐈ন প্রস্তুতি নিতে হবে মেসিদের।

আর্জেন্টিনা সময় মঙ্গলবার (১৪ জুন) রাত ৮টা ৪০ মিনিটে রোজারিও থেকে ব্যক্তিগত বিমানে চড়েন মেসি। বার্সেল🧸োনায় যখন তার বিমান ল্যান্ড করে, তখন বার্সার স্থানীয় সময় ছিল দুপুর ২টা ২০ মিনিট। বিমানবন্দর থেকে মেসি চলে যান, বার্সায় দীর্ঘদিন যে বাড়িটিতে থ🌺েকেছেন, সেটি দেখার জন্য।

২০ বছরেরও বেশি সময় বার্সেলোনা শহরটিতে কাটিয়েছেন মেসি। বাড়িটিও তার আপন হয়ে গিয়েছিলো। সন্তানদের জন্ম, বেড়ে ওঠা- সবই এই বাড়িতে। সুতরাং, বা⭕ড়িটির প্রতি মায়া কাটানো এত সহজ নয়। এ কারণে সুযোগ পেয়েই সেই পুরনো বাড়িটিতে চলে আসলেন মেসি।

তবে, প্যারিসে ফেরার 🦂আগে মেসির গন্তব্য কোথায় আপাতত সেটা কেউ বলতে পারেনি। কারণ, তিনি বার্সেলোনা আরও থাকবেন নাকি প্যারিসে যাবেন সেটা নিশ্চিত নয়। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস তাদের রিপোর্টে বলছে, স্পেনে বেশ কিছু দুর্দান্ত সমূদ্র সৈকত রয়েছে। সেগুলোর কোনো একটিতে গিয়ে সময় কাটাতে পারে মেসির পরিবার।

সাধারণত মেসি-রোকুজ্জোরা ছুটি কাটান গিয়ে ইবিজা সৈকতে। যদিও গত বছর তারা গিয়েছিল ডমিনিকান রিপাবলিকে। তবে, ইবিজায় শুধু মেসি একা নয়, সঙ্গে থাকে লুইস সুয়ারেজ, সেস ফ্যাব্রেগাস এবং তাদে𒁃র পরিবারের সদস্যরাও। বেশ কয়েকবার এমনটা দেখা গিয়েছিল।

মেসির ক্লাব পিএসজির প্রাক-প্রস্তুতি শুরু হবে ৪ জুলাই থেকে। পিএসজি খেলোয়াড়রা জানেন, তাদেরকে প্রাক-প্𝕴রস্তুতি হিসেবে সফর করতে হবে জাপানে। সেখানে তারা খেলত♋ে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ। পিএসজির এই তিন প্রস্তুতিমূলক ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে কাওয়াসাকি ফ্রন্টাল, উরাওয়া রেড ডায়মন্ডস এবং গাম্বা ওসাকা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!