স্বপ্নের পদ্মা সেতু 🍌এখন দৃশ্যমান। ৬.১৫ কিলোমিটারের এই সেতু আগামী ২৫ জুন উদ💝্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের কাছে এই মেগা প্রজেক্টের পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নাম অনুসারে।
আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুন) অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন। তারা এই সিরিজের আনুষ্ঠানিক নাম দিয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সি💯রিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’
সিরিজের অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্ম⭕া সেতুর আইকন। যেখানে ক্রিকেট বলের ঠিক ওপরই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট, তিন 🎃টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে৷ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান।