রোববার ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে পাকিস্তান। যেকোনো সংসﷺ্করণের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এটা পাকিস্তানের প্রথম জয়। এর আগে সব মিলিয়ে বিশ্বকাপে ১২ বার ভারতের মুখোমুখি হয়ে ১২ বারই হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে।
যা পারেননি ইমরান খান, ওয়াসিম ꦑআকরাম, ওয়াকার ইউনুস, ইনজামღাম-উল হকের মতো কিংবদন্তিরা, বাবর আজমের পাকিস্তান তা-ই করে দেখিয়েছে।
এমন জয়ের উদযাপন এখনো চলছে পাকিস্তানজুড়ে। এই জয়টি পাকিস্তানের জন্য ক💯তটা কাঙ্ক্ষিত ছিল, তা বোঝা যাচ্ছে ম্যাচ জয়ের পর পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়ায়।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তো বলেই দিয়েছেন, জীবদ্দশায় তিনি বিশ্বকাপে ভারতের𝕴 বিপক্ষে পাকিস্তানের জয় দেখতে চেয়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক ඣসাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী সাবেক এই পেসার বলেছেন, “আমার জীবদ্দশায় আমি এটা (পাকিস্তানের জয়) দেখে যেতে চেয়েছিলাম এবং এটা আমি দেখেছি। এই জয়টা খুবই আনন্দদায়ক ছিল।”
বাবর আজমদের পারফরম্যান্সে প্রশংসা করে ওয়াসিম আকরাম আরও বলেন, “তাদের পারফরম্যান্সের কথা যদি বলি, তারা অবিশ্বাস্য খেলেছে। দারুণ দক্ষতায় তারা তাদের কাজ সম্পন্ন করতে পেরেছে। তারা খুবই🎶🐲 শান্ত ছিল এবং সবকিছুই তাদের পক্ষে ছিল। এমনকি টসেও জিতেছে।”
পাকিস্তান তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে—এই আশাবাদ জানিয়ে সাবেক এই অ🐷ধিনায়ক বলেন, “গত কালের জয় ঐতিহাসিক ছিল। আমি চাই পাকিস্তান দল পরের ম্যাচেও এমন 🦹জয় পাবে।”