টি-টোয়েন্টি সিরিজে হারের সমালোচনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ এবার 𒁃হেরে গেল তাদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও। এই ফরম্যাটে পারফরম্যান্সে বড় দলগুলোর 🦩সঙ্গে পাল্লা দেওয়া টাইগাররা এবার ৩০৩ রান করেও জিম্বাবুয়ের কাছে হেরেছে।
শুক্রবার (৫ আগস্ট) হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে সিকান্দার রাজা আর ইনোসেন্ট কায়ার ಞজোড়া সেঞ্চুরিতে ভর করে ৩০৪ রানের লক্ষ্য ৫ উইকেট আর ১০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে জিম্বাবু💎য়ে। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রাজা। ১০৮ বলে ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১৩৫ রানে।
অথচ বড় লক্ষ্য তা🃏ড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটꦐা একদমই ভালো ছিল না।
ওয়ানডে সুপার লিগ চ♐লছে, তামিম ইকবালদের অবস্থান দ্বিতীয় সেখানে। সিকান্দার রাজারা? এখনও ওয়ানডে র্যাংকিংয়ের ১৫তে। কিন্তু সেসব ভুলে কী অসাধারণ এক জয়ই না তুলে নিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতেছে ৫ উইকেটে।
এতে জিম্বাবুয়ে ইতি টানল ৯ বছর আর ১৯ ম্যাচের অপেক্ষার। সেই ২০১৩ ♏সালের ৮ মে এসেছিল শেষ জয়টি, এলো আবার শুক্রবার।