ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫১তম ম্যাচে শুক্রবার (৬ মে) মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে গুজরাট টা💟ইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মুম্বাইয়ে𓄧র সংগ্রহ ১৭৭ রান।
দুই ওপেনার ইশান কিশান ও অধিনায়ক রোহিত শর্মা বেশ ভালো শুরু করেন। কিশান ২৯ বলে ৪৫ ও রোহিত ২৮ বলে ৪৩ রান করেন। মুম꧋্বাইয়ের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৭৪ রানে, রোহিত আউট হন। দলের ৯৯ রানে সূর্যকুমার যাদব ব্ꦇযক্তিগত ১৩ রানে আউট হন।
তি𒊎লক ভার্মা ২১ ও কাইরন পোলার্ড ৩ রানে ফেরত গেলে বিপর্যয় কাটানোর চেষ্টা করেন টিম ডেভিড। তিনি ২১ বলে অনবদ্য ৪৪ রান করেন। ড্যানিয়েল শামস ও মুরুগান অশ্বিন দুজনই শূন্য রানে আউ🎀ট হন। এতে মুম্বাইয়ের ইনিংস থামে ৬ উইকেটে ১৭৭ রানে।
গুজরাটের পক্ষে ♔রশিদ খান ২টি উইকেট লাভ করেন। এছাড়া আলজারি জোসেফ, লকি ফার্গুসন ও প্রদীপ সাংওয়ান একটি করে উইকে🅰ট লাভ করেন।