ভা✨রতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্ব ছেড়েছেন। তার ব্যাট হাসছে না বহুদিন। ভুগছেন রান খরায়। এমন অবস্থায় স্বাভাব🦩িকভাবেই একাদশ থেকে বাদ পড়তে পারেন বলে জানান পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আকতার।
পাকিস্তানের গ্ཧরেট শোয়েব মনে করছেন, যে কোনো খেলোয়াড় এই পরিস্থিতিতে বাদ পড়তে পারেন। তাই খারাপ পারফরম্যান্সের কারণেಞ দল থেকে বাদ পড়তে পারেন ভারতের সাবেক অধিনায়ক। রান খরার কারণে প্রচণ্ড চাপে থাকা কোহলির মনের অবস্থা বুঝতে পারছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এই চক্র ভেঙে পুরনো ফর্মে ফেরার জন্য কোহলিকে পরামর্শ দিয়েছেন তিনি।
শোয়েব মনে করেন, আগে নিজেকে একজন ‘সাধারণ ক্রিকেটার’ ভাবতে হবে কোহলিকে। দলে অধিনায়ক 𒁏হিসেবে না থাকায় সবার ধারণা ছিল কোহলি ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পার𝔍বেন। কিন্তু তার ব্যাটে তেমন ছাপ নেই।
খারাপ ফর্মের কারণে বাদ পড়া থেকে কেউই রেহাই পায়নি। শোয়েব বলেন, “তার বর্তমান যা পারফরম্যান্স, তাতেꩲ বাদ পড়া অস🅺্বাভাবিক না। ফর্মের উন্নতি না হলে কোহলিকে বাদ দেওয়া হতে পারে। এখান থেকে কেউই রেহাই পাবে না, এমনকি বিরাট কোহলিও না।”
শোয়েব আরও বলেন, “এখন তার মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। তিনি একজন ভালো মানুষ এবং দারুণ ক্রিকেটার। আমি চাই কি♌ছুক্ষণের জন্য তার মাথায় কেবল একটা চিন্তাই থাকুক। তার উচিত নিজেকে একজন সাধারণ ক্রিকেটার মনে করে ব্যাট তুলে শুꦗধু খেলে যাওয়া।”