• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোহলিকে রানে ফিরতে যুবরাজের অন্যরকম পরামর্শ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৬:০৫ পিএম
কোহলিকে রানে ফিরতে যুবরাজের অন্যরকম পরামর্শ
ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কঠিন সময় পার করছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এবারের আসরে নয় ম্যাচে নেই কোনো পঞ্চাশোর্ধ ইনিংস। আর সবশেষ ৫ ইনিংসে দুইবার গোল্ꩵডেন ডাকসহ করতে পেরেছেন মাত্র ২২ রান।

বর্তমান সময়ের অন্যতম সেরা এই বܫ্যাটারের অফফর্মে চিন্তিত বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। শুধু কি তারাই, ভারতীয় জাতীয় ক্রিকেট দলেরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোহলির রান খরা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই কোহলিকে ছন্দে ফেরাতে অন্যরকম এক পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা অলরাউইন্ডার যুবরাজ সিং।

তিন ফরম্যাট মিলিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১𓃲৯ সালের জানুয়ারি পর্যন্ত ১৭টি সেঞ্চুরি করেন কোহলি। কিন্তু সে বছর ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত  আর সেঞ্চুরির দেখা পাননি তার𓃲কা এই ব্যাটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ কোহলিকে নিয়ে বলেন⛦, ‘‘আমার মতে কোহলিকে তার শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে এবং ভাবতে হবে সে মানুষ হিসেবে কেমন ছিল? সে তখন স্বাধীন এক ব্যক্তি ছিল, যে সবসময় ফুর্তি মেজাজে থাকতো। তᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚাকে সেই সব দিনগুলোর দিকে ফিরে তাকাতে হবে।’’

২০১৬ সালের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে তার রানের গড় ছিল ৬৮.৬৭। কিন্তু এরপর থেকেই তার ব্যাটে রান নেই। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে টেস্ট ক্রিকেটে তার গড় মাত্র ১৯.৩৩ ও ২৮.২১। যদিও চলতি বছর ৩৭.৮০ গড় নিয়ে রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু আইপিএলে তার ফর্মে হতাশ তার সমর♎্থকরা।

ভারতের অন্যতম সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘‘অবশ্যই সে এখন খুশি নয় এবং মানুষও তাকে💞 নিয়েꦡ খুব একটা খুশি নয়। কারণ আমরা কোহলির আরও অনেক বেশ বেঞ্চমার্ক দেখেছি, সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখেছি। তবে সেরা খেলোয়াড়দের সঙ্গেও এমনটা হয়।’’

যুবরাজ আরও বলেন, ‘‘কোহলির এখন মুক্ত-স্বাধীন মনের মানুষ হতে হবে। সে যদি নিজেকে বদলাতে পারে এবং আগে যেমন ছিল তেমন হতে পারে, তাহলে এর ছাপ খেলায়ও পড়বে। সে নিজেকে এ যুগের সেরা হিসেবে প্রমাণ করেছে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করে।’’
 

Link copied!