• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করোনার প্রকোপে আয়ারল্যান্ডের সিরিজ বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:৩৮ পিএম
করোনার প্রকোপে আয়ারল্যান্ডের সিরিজ বাতিল

বড়দিনের মৌসুমে ইউরোপ আমেরিকায় বেড়েছে করোনার প্রকোপ। তবুও মহামারির মাঝে ঝুঁকি নিয়েই෴ আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

তবে টি-টোয়েন্টি ম্যাচ সফলভাবে আয়োজন হলেও করোনার প্রকোপের কারণে বা🌠তিল করতে হয়েছে ওয়ানডে সিরিজ। ইউএসএ ক্রিকেট ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে এই সিদ্ধান্ত𒆙 নিয়েছে।

ওয়ানডে সিরিজ শ꧃ুরুর আগেই যুক্তরাষ্ট্রের স্কোয়াডের সদস্যদের কোভিড পজিটিভ পাওয়া যায়। এরপরꦜে আম্পায়ারদের মধ্যেও করোনা শনাক্ত হয়।

টুর্নামেন্ট শুরুর আগেই ছড়িয়ে পড়ে করোনার আতঙ্ক। ফলে কঠিন হয়ে পড়ে টুর্নামনেট্ আয়োজন। সেকারণেই পূর্ব নির্ধারিত ম্যাচ ও🌳 সিরিজ বালিত করে দেয় উ✨ভয়পক্ষ।

যদিও উভয় দলের মূল একাদশের সব খেলোয়াড়ের করনা পরীক্ষার রিপোর্ট নেগেဣটিভ এসেছে। তারপরেও আর ঝুঁকি নিতে চাচ্ছে না সফরকারী দল ও স্বাগতিকরা।

এই সফরে আয়ারল্যান্ড দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলে। একটিতে জয়ী হয় ꦉযুক্তরাষ্টর ও অন্যটিতে জিতেছিল আয়ারল্যান্ড।

৩১ ডিসে✤ম্বর জ্যামাইকার উদ্দেশ্যে ফ্লোরিডা ছাড়বে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি 💫একদিনের ম্যাচ ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

Link copied!