• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করোনার প্রকোপে আয়ারল্যান্ডের সিরিজ বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:৩৮ পিএম
করোনার প্রকোপে আয়ারল্যান্ডের সিরিজ বাতিল

বড়দিনের মৌসুমে ইউরোপ আমেরিকায় বেড়েছেಌ করোনার প্রকোপ। তবুও মহামারির মাঝে ঝুঁকি নিয়েই আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

তবে টি-টোয়েন্টি ম্যাচ সফলভাবে আয়োজন হলেও করোনার প্রকোপের কারণে 💞বাতিল করতে হয়েছে ওয়ানডে সিরি♈জ। ইউএসএ ক্রিকেট ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ানড♛ে সিরিজ 🌱শুরুর আগেই যুক্তরাষ্ট্রের স্কোয়াডের সদস্যদের কোভিড পজিটিভ পাওয়া যায়। এরপরে আম্পায়ারদের মধ্যেও করোনা শনাক্ত হয়।

টুর্নামেন্ট শুরুর আগেই ছড়িয়ে পড়ে ♒করোনার আতঙ্ক। ফলে কঠিন হয়ে পড়ে টুর্নামনেট্ আয়োজন। সেকারণেই পূরಞ্ব নির্ধারিত ম্যাচ ও সিরিজ বালিত করে দেয় উভয়পক্ষ।

যদিও উভয় দলের মূল একাদশের সব খেলোয়াড়ের করনা প🏅রীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরেও আর ঝুঁ🔜কি নিতে চাচ্ছে না সফরকারী দল ও স্বাগতিকরা।

এই সফরে আয়ারল🦄্যান্ড দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলে। একটিতে জয়ী হয় যুক্তরাষ্টর ও অন্যটিতে জিতে🦹ছিল আয়ারল্যান্ড।

৩১ ডিসেম্বর জ্যামাইꦰকার উদ্দেশ্যে ফ্লোরিডা ছাড়বে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ ও একটি টি টোয়েন🅘্টি ম্যাচ খেলবে তারা।

Link copied!