• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে স্কটিশরা


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১১:৩৪ পিএম
ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে স্কটিশরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড। পরের রাউন্ড নিশ্চিত করতে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। শেষ পর্যন্ত স্কটিশদের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিতে হয় ওমানকে।

টসে জিতে প্রথমে ব্যাট করা𒀰র সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। সবকটি উইকেটের বিনিময়ে ১২২ রান তু✱লতে সক্ষম হন তারা।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের ওপেনাররা বুঝে-শুনে সতর্ক হয়ে খেলতে থাকেন। দলীয় ৩৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে। জর্জ মুন্সি ব্যক﷽্তিগত ২০ রানে ফয়েজ বাটের বলে আউট হন। বেশ লম্বা সময় দুই প্রান্তে দুজন ক্রিকেটার রানের গতি সচল রাখেন। দলীয় ৭৫ রানে কাইল কোয়েটজার ৪১ রানের ইনিংস🌟 খেলে আউট হন খাওয়ার আলীর বলে। স্কটল্যান্ডের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি ওমান। ম্যাথিউ ক্রস ২৫ ও রিচি বেরিংটন ৩১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

ওমানের পক্ষে ফয়েজ বাꦑট ও খাওয়ার আলী একটি করে উইকেট লাꩵভ করেন।

Link copied!