• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এশিয়া কাপে ভারতের দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৯:২৬ পিএম
এশিয়া কাপে ভারতের দল ঘোষণা

꧂আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের। যদিও এবারের এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্গা। কিন্তু তাদের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেখানে এশিয়ার এ বড় টুর্নাম🌌েন্ট আয়োজন করা সম্ভব হয়নি।

এඣদিকে এ টুর্নামেন্টের জন্য চমক ও দুঃসংবাদ এ দুইয়ে মিলিয়ে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিস𝓀িসিআই)।

সাত বারের চ্যাম্পিয়ন ভারতের জন্য সস্থির খবর এই যে, লোকেশ রাহোল দলে ফিরছেন। কুঁচকির চোট থেকে সে𝕴রে ওঠার পরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে করোনায় আক্রান্ত হয়ে মাঠ থে𒉰কে ছিটকে যান ভারতের সহ-অধিনায়ক।

রাহুলের সঙ্গে দলে ফিরছেন ফর্মহীনতায় ভুগতে থাকা সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে 𒐪বিশ্রাম দেওয়া হয়েছিল। সামনে জিম্বাবুয়ে সিরিজেও খেলবেন না তিনি।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের দুঃসংবাদ নিয়ে এসেছেন যশপ্রীত বুমরাহ। পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না তিনি। বুমরাহর জন্🅠য এটি নতুন কিছু নয়। এ চোট✃ের কারণে অনেকবার মাঠের বাহিরে ছিলেন তিনি। ২০১৯ সালেও এ চোটে পড়েছিলেন এ তারকা বোলার। বুমরাহর পাশাপাশি চোটের কারণে বিবেচনা করা হয়নি হার্শাল প্যাটেলকেও।

এ দুই তারকার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিন স্বীকৃত পেসার ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আবেশ খান। তাদের সঙ্গে আছেন হার্ড হিটিং অলরাউন൲্ডার হার্দিক পান্ডিয়া।

এশি♚য়া কাপের জন্য দলে জায়গা ধরে রেখেছেন দীপক হুদা। শ্রেয়াস আইয়ারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। যুজবেন্দ্র চাহালের সঙ্গে লেগ স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণয়।

ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণো🎃ই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আভেশ খান।

Link copied!