বাংলাদেশ ক্রিকেট ও মাশরাফি বিন মুর্তজা যেন একই সুতোয় বাঁধা। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশ দলকে একের পর এক জয় এনে দিয়েছেন তিনি। যে জিম্বাবুয়ꩵের বিপক্ষে ২০০১ সালে অভিষেক ম্যাশের, সেই চেনা প্রতিপক্ষের বিপক্ষেই লাল-সবুজের হয়ে শেষ মাঠে নেমেছেন ২০২০ সালে। এর পর থেকে জাতীয় দলে উপেক্ষিত থাকলেও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাননি নড়াইল এক্সপ্রেস।
জাতীয় দলে সুযোগ না থাকলেও ঘরোয়া ক্রিকেটে মাশরাফিকে দেখা যায়। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও ছিলেন মিনিস্টার ঢাকার স্কোয়াডে। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন ম্যাশ। কিন্তু চোট আর বড় সব ইনজুরির ধকল সামলে টাইগারদের সার্ভিস দেওয়া ডানহাতি এই পেসার ঠিক কত দিন খেলা চালিয়ে যাবেন?
বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে জানালেন, ‘&lsquo🌳;যত দিন উপভোগ করবেন, তত দিন খেলা চালিয়ে যাবেন তিনি।’’
দেশসেরা এই পেসার বলেন, ‘‘আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। আমারꦏ কোনো লক্ষ্য নেই। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে, যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সব সময় উপভোগের। দেখা যাক কত দিন খেলতে পারি।’’
বিপিএলে ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। এরপর সুস্থ হয়ে পিঠের ব্যথার চিকিৎসা করাতে ভারতে যান তিনি। কিন্তু আবারও অস্ত্রোপচার টেবিলে যেতে হবে তাকে। তাই এখনই এই ঝু𓆏ঁকি নিতে চান না মাশরাফি।
মাশরাফি বলছিলেন, ‘আমি চিকিৎসা করিয়ে এস🤪েছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে অ্যাডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হতো। এ জন্য আর কি ম্যানেজ করে যতটুকু খেলা যায়।’
সঙ্গে যোগ করেন মাশরাফি, ‘এটি (সার্জারি) কঠিন। পিঠের সার্জারি আগে কখনো 🐻;করতে হয়নি। এবার সার্জারিটা চিকিৎসক নিষেধ করছে। কারণ এই সার্জারিটা লম্বা সময়ের ব্যাপার। প্রায় ৯ মাস লেগে যাবে ফিট হতে। আমার কাছে মনে হয় না সার্জারি করে নয় মাস রিহ্যাব করে মাঠে ফেরার কোনো পয়েন্ট আছে আমার। যেহেতু জাতীয় দলের কোনো ফোকাস নেই, সার্জারি থেকে যতটা দূরে থাকা যায় আরকি।’
এদিকে এই চোটের কারণেই রূপগঞ্জের হয়ে লিগে নিজেদের প্রথম ম্যচ খেলতে পারেননি মাশরাফি। যদিও তার অনুপস্থিতিতেও রূপগঞ্জ তাদের প্রথম ম্যাচে জয়লাভ ෴করেন। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামীকাল শুক্রবার মাঠে নামছেন টাইগার সাবেক কাপ্তান মাশরাফি।