বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচে হতাশ করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। বছরের শেষ ম্যাচে দরিভাল জুনিয়রের দল উরুগুয়ের বিপক্ষে হতাশার এক ড্র করেছে। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।𝐆 এরপর ব্রাজিল কোচের কাছে নেইমার জুনিয়রের নতুন করে ইনজুরিতে পড়া এবং জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয়।
৩২ বছর বয়সী তারকা নেইমারকে নিয়ে দরিভাল বলেন, ‘আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি। আমরা সবাই জানি সে কতটা দক্ষ। আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই, দলও তাকে পুরোপুরি সমর্থন দেবে।ꦡ আমি আশা করি আগামী মার্চেই সেটি ঘটবে কিংবা সেই বছরের কোনো এক সময়। তার আগে আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে উঠুক, যাতে সে নিজের সেরাটা দিতে পারে। নেইমারের সামর্থ্য নিয়🦩ে আমার কোনো দ্বিধা নেই, তার জাতীয় দলের পারফরম্যান্স অন্য যেকোনো জায়গার চেয়ে ভালো।’
ব্রাজিল কোচ আরও বলেন, ‘ꦍতাকে দলে দেখার চিন্তা-ভাবনা করা এই মুহূর্তে একটু দ্রুতই হয়ে যায় বলে করছি। যদি সে ফিট হয়ে ওঠে, তার মানে সেই আমাদের কাজটা সহজ করে দিচ্ছে।’
নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলে নেইমারকে ডাকা হবে বলﷺে গুঞ্জন উঠেছিল। পরবর্তীতে আল-হিলালের হয়ে দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে এই বছর আর তার মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে।
এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘গতবার আমরা তাকে দলে ফেরানোর সঠিক সময় মনে করিনি। বিশেষত এরপর যা ঘটেছে (নতুন ইনজুরি) সেটি মাথায় রেখেই। আমরা তার পরিস্থিতি পর্যবেক্ষꦕণ করছি, তাই আমরা অনেক সতর্ক ও নিরাপদ অবস্থানে আছি।’
গত বছরের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি নেইমারের। ওই সময় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ♚ে তিনি এসিএল ইনজুরিতে পড়েন। যা তাকে মাঠের বাইরে ছিটকে দ🥂েয় এক বছরেরও বেশি সময়ের জন্য।
প্রসঙ্গত, নভেম্বর উইন্ডোতে ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে পাঁচে নেমে গেছে। ১২ ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্🔯পিয়নদের পয়েন্ট ১৮। আর্জেন্টিনা যথারীতি থাকছে সবার ওপরে। বিশ্বচ্যাম্পিয়নদ🌃ের সংগ্রহ ১২ ম্যাচে ২৫ পয়েন্ট।