• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তবে কি আল-হিলালে সই করছেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৭:০৩ পিএম
তবে কি আল-হিলালে সই করছেন মেসি

মেসির দল বদল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কোন ক্লাবে যাচ্ছেন মেসি? আলোচনা চলছে দীর্ঘদিন থেকেই। তবে বর্তমান ক্লাব পিএসজিতে যে থাকছেন না তা নিশ্চিত করেছেন স্বয়ং দলটির 🍃কোচ। আবার ইন্টার মিয়ামিও  তাদের দলে 🦩ভেড়াতে আগ্রহী ৩৫ বছর বয়সী এই মহাতারকাকে। বার্সালোনাও ফেরাতে চায় দলে। এদিকে সৌদি ক্লাব আল-হিলাল বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। তবে স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোতে’ আল-হিলাল ক্লাবের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার (৬ জুন) সৌদি প্রো লিগের এই ক্লাব মেসিকে সই করাতে চায়। তারা মেসির উত্তরের অপেক্ষায় রয়েছে।

সৌদি প্রো লিগের ক্লাবগুলো বিভিন্ন লিগের তারকাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করছে। ইতোমধ্যে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড পরিমান অর্থে আল-নাসর দলে ভিড়িয়েছে। এরই ধারবাহিকতায় মেসিকে দলে অন্তর্ভুক্ত করতে চায় আল-হিলাল। স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এজন্য দলটি ৪০০ মিলিয়ন ডলার দিতে রাজি। যা ক্রিস্টিয়ানো রোনাꦗলদোর বেতনের দ্বিগুণ।  

এদিকে মেসির বার্সায় ফেরা প্রসঙ্গে কোচ জাভি বলেন, “৯৯ শতাংশ মেসির ওপর নির্ভর।” যদিও ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, 💛মেসির ফেরানোর মতো অর্থ নেই দলটির। আরেক দিকে মেসির বর্তমান দল পিএসজি কোচ বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল বিশ্বসেরা খেলোয়াড়কে কোচিং করানোর। সামনে ৩ জুন ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটিই হবে মেসির শেষ ম্যাচ।” সেই অনুযায়ী পিএসজির জার্সি গায়ে শনিবার (৩ জুন) শেষবারের মতো মাঠে নামছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

সব জল্পনা শেষ করে তাহলে কোন ক্লাবে যাচ্ছেন মেসি, সেটার জানার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের। বুধবার কি আল-হিলালে নাম লেখাবেন সাবেক বার্সা তারকা? নাকি অন্য কোনো ক্লাবে? প্রিয় তারকাকে💮 দলের জার্সিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। 

Link copied!