• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রীড়া সংস্থায় একই পদে থাকা নিয়ে যা বললেন আসিফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:০৯ পিএম
ক্রীড়া সংস্থায় একই পদে থাকা নিয়ে যা বললেন আসিফ

কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকত🥃ে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্ট💃া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ✤জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে🐠 বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি।

শেখ 🌞হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ। এরইমধ্য💦ে অনেক কিছুতে সংস্কারে উদ্যোগী হয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় কাজ করছেন যাতে ফেডারেশনের দায়িত্বে কেউ ২ মেয়াদের বেশি না থাকতে পারেন। এনএসসি থেকে ফেডারেশনগুলোর তৈরি হচ্ছে সাধারণ নির্দেশনাও।

আসিফ বলেন, “কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দু🧔ই বারের বেশি নয়। অনেকেই ফেডারেশনের 💛পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।”

ক্রীড়াঙ্গনকে বিরাজনীতিকরণ করতেই মন্ত্রণালয়ের এমন উদ্যোগ। আসিফ বল♔েন, “ক্রীড়াঙ্গনে বির🌱াজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।”

এই মতবিনিময় 🌼সভায় প্রতি ফেডারেশন থেকে ৪ জন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু খেলোয়াড়সহ অনেকেই এতে উপস্থিত হন, একটা সময় বিশৃঙ্খলাও দেখা দেয় অডিটরিয়ামে। আসিফের বক্তব্যেও বিষয়ট💦ি উঠে এসেছে। 

এ উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। যা জাত✨ীয় জীবনেও শিক্ষণী💮য়। এখানে আপনারা অনেক বর্তমান, সাবেক খেলোয়াড় ও কোচ আছেন। আপনাদের মধ্যে শৃঙ্খলার যথেষ্ট অভাব।”

Link copied!