বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে প্রাচীন স্বনামধন্য অ্যাওয়ার্ড হচ্ছে ব্যালন ডি’অর। সময়ের বিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভোট গ্রহণ করা হতো ব্যালন ডি’অরে। ১৯৫৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এক ক্যালেন্ডার ইয়ারের ভিত্তিতে পুরস্কার দিলেও ২০২২ সাল থেকে মৌসুম বা সিজন ভিত্তিতে ব্যালন ড𝕴ি’অর প্রদান করা শুরু হয়।
চলতি বছরের ব্যালন ডি’অর দেয়া হয় সোমবার দিবাগত রাতে এক জমকালো অনুষ্ঠান থেকে। মূল অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই অবশ্য শুরু হয়েছে নাটকীয় অবস্থা। শেষ পর্যন্ত সব নাটকের অবসান ঘটিয়ে এই পুরস্কার জিতে নিয়েছেন স্🐻পেন ও ম্যানচেস্টার সিটির রদ্রি। তিনি হারিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও বেলিংহামকে। নারী বিভাগে জিতꦜেছেন স্পেনেরই বনোমাতি।
সাধারণত ফ্রান্স ফুটব♕ল ম্যাগাজিন ব্যালন ডি’অর তালিকা নিয়ে বরাবরই সর্বোচ্চ গোপনীয়তার চেষ্টা করে। মূল আয়োজনের আগে উপস্থাপকদেরও ধারণায় থাকে না কে জিততে চলেছেন ফুটবলের ব্যক্তিগত এই প্রেস্টিজিয়া🥂স শিরোপা।
কিন্তু দৃশ্যপট বদলেছে ২০২৪ সালে এসে। আনুষ্ঠানিক ঘোষণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদဣিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি’অর। ব্যালন ডি’অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। এমনকি রিয়াল থেকে কেউই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। এরপরই প্র𝓰শ্ন উঠেছে কোন কোন বিষয়ে নির্ধারণ করা হয় ব্যালন ডি’অর।
ব্যালন ডি’অর যে তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হয়: ১. ব্যক্তিগত পারফরম্যান্স, ফল গড়ে দেওয়ার সামর্থ্য ও আকর্ষণীয় ফুটবলের প্রদ💞র্শনী, ২. দলীয় পারফরম্যান্স ও সাফল্য এবং ৩. খেলোয়াড়ি মান ও ফেয়ার প্লে।
প🅠ুরুষ ব্যালন ডি’অরে সাংবাদিকদের বিশেষ জুরি কাজ করে থাকে। কোন সাংবাদিকরা থাকবেন, সেটা চূড়ান্ত হয় ফিফা র্যাঙ্কিংয়ে। যখন ব্যালন ডি’অরের প্রক্রিয়া শুরু হয়, সেসময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে যে ১০০ দেশ থাকে, ওই দেশগুলোর সংবাদিকদের নিয়ে গড়া হয় আন্তর্জাতিক জুরি।
তাদের সঙ্গে থাকেন ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের সম্পাদকীয় সদস্য ও আগেরবারের সেরা জুরি সদস্য। এরাই ফ্র♍ান্স ফুটবলের গড়ে দেওয়া ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দ অনুযায়ী ১০ জন খেলোয়াড়কে নির্বাচন করতে পারেন। প্রত্যেকে মেধার ক্রমানুসারে ১০ খেলোয়াড় বাছাই করতে পারেন।
নির্বাচ💛িত ১০ খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে সাজিয়ে পয়েন্ট দিতে পারেন জুরি সদস্যরা। ক্রমানুসারে পয়েন্টের হিসাবটা এমন- ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১। পয়েন্টের হিসাবে যে খেলোয়াড় সবার ওপরে থাকবেন, তিনি জিতবেন ব্যালন ডি’অর।