ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথগুলোর একটি ‘এল ক্লাসিকো’। প্🌄রতি মৌসুমের শুরুতেই ফুট🔯বলপ্রেমীদের অপেক্ষায় থাকে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এই লড়াই। শুধু মাঠের লড়াই নয়, বাইরেও থাকা নানা উত্তাপ।
মৌসুমে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার প্রথম লড়াইয়ের দিন-তার🍷িখ-সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। চলতি বছরের ১৬ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। সান্তিয়াগো ব্যার্নাব্যুত🤪ে প্রথম লেগের ম্যাচে বার্সেলোনাকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।
প্রত্যেক মৌসুমেই লা লিগায় শিরোপা লড়াইয়ে বড় ভূমিকা থাকে এল ক্ল্যাসিকোর। এবারো তার ব্যতিক্রম নয়। ꧅কারণ, লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানই নিজেদের দখলে রেখেছে রিয়াল-বার্সা।
লিꦜগে ৬ ম্যাচ শেষে𒐪 ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।
দলীয় লড়াইয়ের পাღশাপাশি ব্যক্তিগত লড়াইয়েও থাকবে দুই দলের ফুটবলাররা। একসময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাওয়া রবার্ট লেভানডোভ🅷স্কি যোগ দিয়েছেন বার্সেলোনায়। এবার স্বপ্নের ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
এছাড়াও রিয়ালের হয়ে দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কেমন খেলেন সেটাও থাকবে সবার নজরে। অবশ্য চোটের কারণে মৌসুমের শুরুতেই মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এখনো নিজের সেরা ছ🗹ন্দটা দেখাতে পারেননি এই ফরাসি।