ভারতের আইপিএলের মেগা নিলাম আজ রোববার ও আগামীকাল সোমবার সৌদি আরব🗹ের জেদ্দা নগরীতে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শুরু হবে এই নিলাম।
আগামী বছরের ও১৪ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে ফাইনালেꦦর মধ্য দিয়ে।
তবে নিলামের আগেই বিভিন্ন দল বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। তাই নিলামে তাদের ডাক পড়বে ꦏন💟া।
নিলামের আগেই চূড়ান্ত হয়েছেন যারা:
কলকাতা নাইট রাইডার্স : রিংকু সিং (১৩ কোটি রཧুপি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জসওয়াল (১৮ কোটি), ꦬরিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিম✃রন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ : প্যাট কামি🌳ন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড♋ (১৪ কোটি)।
মুম্বাই ইন্ডিয়ান্স : জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি)✱, সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)।
চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবাম দুবে (১২ 🅷কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
গুজরাট টাইটান্স : রশিদ খান (১৮ কোটি),꧑ শুভমান গিল (১৬.৫ কোটি), সღাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
লখনৌ সুপার জায়ান্টস : নিকোলাস পু♍রান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ ꧃কোটি)।
রয়্যাল চ্যালেঞ𒀰্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি (২১ কোটি), রজত পা💟তিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।
দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি༺), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)🅷।
পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং (🤡৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।