• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাংবাদিকের সমালোচনায় টেনিস তারকা ক্রেজসিকোভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:৩৬ পিএম
সাংবাদিকের সমালোচনায় টেনিস তারকা ক্রেজসিকোভা
বারবোরা ক্রেজসিকোভা। ছবি : সংগৃহীত

উইম্বলডনের বর্ত♛মান চ্যাম্পিয়ন চেক টেনিস তারকা বারবোরা ক্রেজসিকো🔯ভা একজন সাংবাদিকের অপেশাদারসুলভ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

শুক্রবার একটি টেনিস চ্যানেল সম্প্রচারের সময়, জন ওয়ার্থেইম বি♎শ🧸্বের ১৩ নম্বর তারকা চেক প্রজাতন্ত্রের ক্রেজসিকোভার কপাল নিয়ে মন্তব্য করেছিলেন।

ক্রেজসিকোভা সৌদি আরবের রিয়াদে ‘ডব্লিউটিএౠ ফাইনাল’ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। যেখানে সেমিফাইনালে গতবারের রানার আপ চীনের ঝেং কꦿিনওয়েনের কাছে হেরে ছিটকে পড়েন।

ঐ সাংবাদিক অবশ্য পরে বলেছেন, তার মন্তব্য করাটা ছিল আসলেই দুঃখজনক এবং তিনি ক্রেজসিকোভার কাছে ক্ষমাও চ⛎েয়েছেন। আর সেই টেনিস চ্যানেল সাংবাদিককে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে।  

২৮ বছর বয়সী ক্রেজসিকোভা⛦ এক্সে একটি পোস্ট দিয়েছেন এই সম্পর্কে। সেখানে তিনি লিখেছেন, ‘টেনিস চ্যানেলে করা সাম🐼্প্রতিক মন্তব্যগুলো সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন। যেগুলোতে আমার পারফরম্যান্সের চেয়ে আমার চেহারা কেন্দ্র করে করা হয়েছে।’

ক্রেজসিকো🐷ভা আরও লিখেছেন, আমি নিজেকে টেনিস খেলায় উৎসর্গ করে🦋ছি। ফলে এই ধরণের অপেশাদার ভাষ্য ছিল খুবই হতাশাজনক। ক্রীড়াজগতে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়।’

♚তিনি লিখেছেন, ‘আমি টেনিসকে গভীরভাবে ভালবাসি। তাই আমি এটাকে এমনভাবে উপস্থাপন দেখতে চাই যাতে খেলোয়াড়দের মনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার আকাঙ্খা তৈরি হয়💖।’

ওয়ার্থেইম অবশ্য রোববার বলেন, ‘আমি একটি 🐼মহড়ায় মন্তব্যটি করেছিলাম, যা ভুলবশত সম্প্রচার হয়ে যায়। আমি দ্রুত উপস্থিত হয়ে তার (ক্রেজসিকোভা) কাছে ক্ষমা চেয়েছি।’

 

 

Link copied!