বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক দারুণ জয়ে চলমান ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। রোববার ভোরে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে ত♉িনি পরাজিত করেন রাশিয়ার অভিজ্ঞ খেলোয়াড় পাভলুচেনকোভাকে। প্রথম সেটে বেশ লড়াই করেন রুশ তারকা। কিন্তু দ্বিতীয় সেটে তাকে পাত্তাই দেননি সুয়াতেক। পাঁচবারের গ্রান্ড স্লাম শিরোপা জয়ী ২৩ বছর বয়সী সুয়াতেক প্রথম ও দ্বিতীয় রাউন্ডে মোটামুটি লড়াই করে জিতেছেন। সেই তুলনায় তৃতীয় রাউন্ডে সহজেই হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। ২০২২ সালের চ্যাম্পিয়ন, শীর্ষ বাছাই সুয়াতেকের লক্ষ্য, শিরোপা পুনরুদ্ধার করা এবং ষষ্ঠ গ্রান্ড স্লাম শিরোপা জেতা। তিনি অ🎀সাধারণ নৈপূন্য দেখিয়ে এগিয়ে যাচ্ছেন সেই পথেই।