রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ইতিহাস তৈরি করেছে আগেই। ১৪টি শিরোপাজয়ীরা এবার ফাইনালে নামছে নতুন🏅 ইতিহাস তৈরি করতে। তবে রিয়াল সমর্থকদের আগাম উচ্ছ্বাস ভেস্তে দিতে চাইছে বোরাশিয়া ডর্টমুন্ড। অঘটন ঘটাতে মরিয়া তারা। ফাইনালে দেখা মিলবে স্পেনের সেরা ক্লাব বনাম জার্মানির লড়াকু যোদ্ধাদের দ্বৈরথ।
ইংল্যান্ডের ঐতিহ্যবা𝔉হী ওয়েম𝓡্বলি স্টেডিয়ামে রাত ১টায় মাঠে গড়াবে ইউরোপীয় সেরা হওয়ার জমজমাট ফুটবল যুদ্ধ।
এবার অনেক অভিজ্ঞদের কাছে শেষ মৌসুম হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনালই মাদ্রিদ জার্সি গায়ে ক্রুসের শেষ ম্যাচ। পরের মৌসুমে থাকবেন না নাচোও। অভিজ্ঞদের অবদান কতটা সেটা বোঝাতে গিয়ে আনচেলোত্তি বলেছেন, ‘দায়বদ্ধতা এবং ইতিবাচক মানসিকতা কী ভাবে দেখাতে হয়, সেটা ওদের দেখলে বোঝা যায়। ওরাই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কিন্তু এখন তরুণেরাও বাড়তি দায়িত্ব নিচ্ছে দেখতে পাচ্ছি। রিয়াল ক্লাবটা কেমন, সেটা প্রমাণ করতে🙈 ওরা মরিয়া।’
তবে ডর্টমুন্ডকে বাদ দিলে চলবে না। এদিন তারজিচের দল রিয়ালের উৎসব ভেস্তে দিতে মরিয়া। ১৯৯৭ সালে এꦯক বারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। ২০১৩ সালের ফাইনালে উঠেও হেরেছে স্বদেশি বায়ার্ন মিউনিখের কাছে। এবার জার্মানির ঘরোয়া লিগে মৌসুমটা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো, পিএসজির মতো ক্লাবকে হারিয়েছে তারা। ফাইনালে নামার আগে সেটাই ভরসা।
সনি টেন ২, টেন ৩ এবং টেন ২ এই🌠চডি এবং টেন ৩ এইচডি-তে দেখা য🦩াবে ফাইনাল ম্যাচটি। সনি লিভ অ্যাপের সাবস্ক্রিপশন থাকলে সেখানেও দেখা যাবে।