নারী বিশ্বকাপে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। রাউন্ড অফ সিক্সটিনে তারা সুইজারল্যান্ডকে হ♈ারিয়েছে ৫-১ গোলে। অন্যম্যাচে জাপানের কাছে ৩-১ গোলে ধরাশায়🙈ী হয়ে বিদায় নিয়েছে নরওয়ে।
শনিবাꦺর ইডেন পার্কে হওয়া ম্যাচের পঞ্চম মিনিটেই লিড পায় স্পেন। আলবা রেদন্দোর অ্যাসিস্টে গোল করেন আইতানা বনমাতি। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারে নি স্পেন। ছয় মিনিট পর লাইয়া কোদিনা নিজেদের জালে বল জড়ালে স𝔉মতায় ফেরে সুইজারল্যান্ড।
এরপরিই স্পেনের মেয়েরা মেতে উঠে গোল উৎসবে। ম্যাচে আরও চারটি গোল করে স্পেন। যা♊র শুরুটা ১৭ মিনিটে রেদোন্দোর গোলে। লা রোহাদের লিড ২ꦉ-১ গোলের। ৩৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন বোনমাতি। ম্যাচে তার এটি দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে কোদিনার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধর ৭০ মিনিটে বনমাতির ไএ্যাসিস্টে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো। আর তাতেই ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় স্পেনের।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ২০১১ সালে🌳র চ্যাম্পিয়ন জাপানের কাছে পাত্তা পাইনি নরওয়ে। ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়ের ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন। যদিও পাঁচ মিনিট পর সমতায় ফেরে ১৯৯৫ এর বিশ্ব চ্যামꦕ্পিয়নরা। দারুণ এক হেডে বল জালে জড়ান গুরো রেইতেন।
কিন্তু সমতা খুব বেশ🌠িক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। জাপানের দাপুটে পারফরম্যান্সের কাছে রীতিমত খ💯াবি খাচ্ছিল তারা।
꧑বিরতির পর একচেটিয়া আধিপত্য দেখায় জাপান। ৫০ মিনিটে ব্লু সামুꦍরাইদের এগিয়ে দেন রিসা শিমিজু। এরপর ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান আরও বাড়ান হিনাটা মিয়াজাওয়া। ফলে ৩-১ এর বড় জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করল জাপান।