• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও জাপান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৬:২৫ পিএম
নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও জাপান
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপে প্রথম বারের মতﷺো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। রাউন্ড অফ সিক্সটিনে তারা সুইজারল্যান্ডকে হারিয়েছে ৫-১ গোলে। অন্যম্যাচে জাপানের কাছে ৩-১ গোলে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছে নরওয়ে♔।

শনিবার ইডেন পার্কে হওয়া ম্যাচের পঞ্চম মিনিটেই লিড পায় স্পেন। আলবা রেদন্দোর অ্যাসিস্টে গোল করেন আইতানা বনমাতি। লিড ব✃েশিক্ষণ ধরে রাখতে পারে নি স্পেন। ছয় মিনিট পর লাইয়াꩵ কোদিনা নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

এরপরিই স্পেনের মেয়েরা মেতে উঠে গোল উৎসবে। ম্যাচে আরও চারটি গোল করে স্পেন। যার শুরুটা ১৭ মিনিটে রেদোন্দোর গোলে। লা রোহাদের লিড ২-১ গোলের। ৩৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন বোনমাতি। ম্যাচে তার এটি দ্বিতীয় গোল। ജ৪৫ মিনিটে কোদিনার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়💧ার্ধর ৭০ মিনিটে  বনমাতির এ্যাসিস্টে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো। আর তাতেই ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় স্পেনের।

ছবি: সংগৃহীত

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ২০১১ সালের চ্যাম্পিয়ন জাপানের কাছে পাত্তা পাইনি নরওয়ে। ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়ের ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন। যদিও পাঁচ মিনিট পর সমতায় ফেরে ১৯৯৫ এর  বিশ্ব চ্যাম্পিয়নর💖া। দারুণ এক হেডে বল জালে জড়ান গুরো রেইতেন।

কিন্তু সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেন🍸ি নরওয়ে। জাপানের দাপুটে পারফরম্যান্সের কাছে রীতিমত খাবি খাচ্ছিল তারা।

বিরতির পর একচেটিয়া আধিপত্য দেখায় জাপান। ৫০ ম💫িনিটে ব্লু সামুরাইদের এগিয়ে দেন রিসা শিমিজু। এরপর ম্যাচের ৮১ মিনিটে  ব্যবধান আরও বাড়ান হিনাটা মিয়াজাওয়া। ফলে ৩-১ এর বড় জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করল জাপান।

Link copied!