• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চট্টগ্রাম টেস্ট

দ. আফ্রিকার চতুর্থ উইকেটের পতন, ডাবল সেঞ্চুরি হলো না জর্জির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১১:৩২ এএম
দ. আফ্রিকার চতুর্থ উইকেটের পতন, ডাবল সেঞ্চুরি হলো না জর্জির
এলবিডব্লিউ হন দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জি। ছবি : সংগৃহীত

ঢাকায় প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর চ🥀ট্ট♍গ্রামে দ্বিতীয় টেস্টেও বেশ চাপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। মাত্র ২ উইকেটে ৩০৭ রানে বুধবার দক্ষিণ আফ্রিকা শুরু করে দ্বিতীয় দিনের খেলা।

১৪১ রানে অপরাজিত থেকে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম দেড়শ’ রান। তিনি এই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিনত করার পথে ছিলেন। কিন্তু তাইজুলের চতুর্থ শিকারে পরিনত হওয়ায় তার সেই স্বপ্ন পূরণ হলো না। তবে সফরকারীরা🥃 ঠিকই বিশাল স্কোর গড়ার পথে রয়েছে।  

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্তও। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। ত🗹বে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম নয় ওভার শেষে উঠে ৩৫ রান। তবে দলীয় ৩৮৬ রানের সম😼য় বেডিংহাম আর রক্ষা পেলেন না। ব্যক্তিগত ৫৯ রান করার পর সেই তাইজুল ইসলামের শিকারে পরিনত হন তিনি। ফলে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার আশা নষ্ট হলো। 

জর্জি আউট হন দলীয় ৩৯১ রানের সময়। জর্জি♏ করেন ১৭৭ রান। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া চারটি উইকেটই নিয়েছেন তাইজুল।

উইকেটে ঘাসের ছোঁয়া নেই,🎐 স্পিনারদের জন্যও বলার মতো তেমন কিছুই ছিল না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য কাজটা তাই কঠিনই ছিল। ফলে আগের দিনই বড় স্কোর করার ইঙ্গিত দিয়ে রেখেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। যা বুধবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।

Link copied!