ব্রিটেনের নারী ꦅটেনিস তারকা কেটি বোল্টার হংকং ওপেন আসরের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন। মঙ্গলবার প্রথম রাউন𒈔্ডে তিনি অতি সহজেই জাপানের আওই ইতোকে পরাজিত করেছেন।
দ্বিতীয় বাছ๊াই বোল্টার বিশ্বের ১৫৬ নম্বর খেলোয়াড় এওইকে সরাসরি ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়ে দেন।
বোল্টার তার ক্য🐼ারিয়ার-সেরা মৌসুম উপভোগ করছেন। দুটি ডব্লিউটিএ ট্যুর শিরোপা জিতেছেন বোল্টার। আর𒅌 সেইসঙ্গে বিশ্ব টেনিসের একক র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন।
২৮ বছর বয়সী বোল্টার মাত্র তিন🧔 দিন আগে টোকিও আসরের সেমিফাইনালে খেলেছিলেন। সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে বোল্টার বলেছেন, ‘এই সমর্থন অব্যাহত 🌠থাকবে বলে আশা করি।’
তিনি বলেন, একটি দীর্ঘ মৌসুমের প্রায় শেষ প্রান্তে আমি চলে এসেছি। যতটা সম্ভব আ🍬মি আমার শারীরিক ফিটনেস বজায় রাখার চেষ্টা করছি। যাতে করে নতুন মৌসুমে আরও ভালো করতে পারি।’
কোয়ার্টার ফাইনালে ꧙ওঠার জন্য বোল্টার মুখোমুখি হবেন চীনের ওয𒀰়াং শিউয়ের।
এদিকে, বোল্টারের ব্রিটিশ সতীর্থ হিদার ওয়াটসন একই ইভেন্🎐টে ২০২১ সালের ইউএস ওপেনের রানার্সআপ লেলা ফার্নান্দেজের কাছে ২-🎀৬ ও ২-৬ সেটে হেরে বিদায় নিয়েছেন।