সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ বꦚ্লকেড এবং অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় সাইন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্๊থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আজম খান।
সংবাদ সম্🐟মেলনে শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুর 🏅রহমান বলেন, “আপনি একজন শিক্ষাবিদ। আপনি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে মূল্যায়ন করবেন। দীর্ঘ সাত বছরের বৈষম্য দূর করবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ করে দেবেন।”
আব্দুর রহমান আরও বলেন, “বৈষম্য দূর করে ৭ কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একমাত্র সমাধান। আমরা আমলাতান্ত্রিক কমিটি প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি শিক্ষাবিদ, গবেষক, শিক্ষা প্রতিনিধির সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করবেন। এই প্রত্যা🌊শা রাখছি।”
এদিন বেলা ১১ টা থেকে টানা ৬ ঘণ্টা সাই𒈔ন্সল্যাব অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের পরে সাইন্সল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা। এসময় আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।