• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল ২০২৫

মাঠে আগ্রাসী মনোভাব দেখিয়ে শাস্তি পেলেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০২:৫৬ পিএম
মাঠে আগ্রাসী মনোভাব দেখিয়ে শাস্তি পেলেন সাকিব
তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত

পেসার তানজিম হাসা♔ন সাকিব সবসময় প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এক আতঙ্ক। তবে কখনো কখনো তার আগ্রাসন মনোভাব 🧔বিপত্তিও ডেকে আনে। রোববার বিপিএলের ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবার শাস্তি পেতে হলো টাইগার এই পেসারকে। সেই সঙ্গে নিষেধাজ্ঞার খড়গও ঝুলছে।

বিপিএলের ১৭তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সღিলেটের ছুঁജড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছিল খুলনা। তানজিম সাকিবের করা আগের ওভারে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন মোহাম্মদ নাওয়াজ।

ফিরতি ওভারে স্লোয়ার বলে নাওয়াজকে ꦚবাধ্য করলেন জাকির হাসানের কাছে সহজ একটা ক্যাচ পাঠাতে। ১৮ বলে ৩৩ রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। পাকিস্তানি অলরাউন্ডারকে আউট করে তাই একটু আগ্রাসনই দেখান সাকিব। সাজঘরের পথ তো দেখিয়েছিলেনই, একপর্যায়ে ধাক্কা 🐽দিয়ে বসেন কাঁধ দিয়ে।

মেজাজ হারান নাওয়াজও। দুজনকেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায়। কথার উত্তাপ চলেছিল 🌊আরও 💜কিছুটা সময়। একপর্যায়ে সিলেটের উইকেটরক্ষক জর্জ মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। তবু থামেননি দুজন। শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নাওয়াজকে।

ম্যাচ শেষে ম্যাচ আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে রেফারি এহসানুল হক সিজান সাকিবকে ম্যাচ ফির ৫০% জরিমানা করেন। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টসও নামের পাশে যুক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিজান নিজেই। তানজিম শাস্তি পেলেও নাওয়াজ এ যাতℱ্রায় পার গেছেন অবশ্য। তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।

এদিকে, তিনটি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হওয়ায় আগামী দিনগুলোতে আরও সতর্ক থাকতে সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাস সময়সীমার মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব🌼।

 

Link copied!