• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার শাহিন আফ্রিদির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৬:৫৬ পিএম
র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার শাহিন আফ্রিদির
শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার তারকারা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তালিকায় ভালো জায়গা পেয়েছে। আর পাকিস্তানের জন্য একটি বড় চমক ছিল🌜 ওয়ানডেতে।

আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র কয়েক মাস আগে পাকিস্তানকে উজ্জীবিত করার মতো একটি খবর এসেছে। তা হলো, তাদের মূল পেসার শাহীন শাহ আফ্রিদি সর্বশেষ ঘোষিত আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন।  ꦚ 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সিরিজ জয়ে দুর্দান্ত নৈপূণ্য প্রদর্শন করেন আফ্রিদি। তিনি তিন ম্যা🍰চে ১২.৬২ গড়ে ৮টি ♍উইকেট নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে (দুই স্থান নেমে তৃতীয় স্থানে) পেছনে ফেলে আফ্রিদি তিন ধাপ এগিয়ে গিয়ে শীর্ষস্থান দখলে নেন। আর আফগানিস্তানের স🌃্পিনার রশিদ খান চলে এসেছেন দ্বিতীয় সܫ্থানে।

আফ্রিদি এর আগে গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথম বারের মতো এক নম্ব🥃রে এসেছিলেন। প্রায় এক বছর𓆏 পর রাজত্ব পুনরুদ্ধার করলেন আফ্রিদি।   

আফ্রিদির সতীর্থ হারিস রউ🎃ফ ১৩ তম স্থানে পৌঁছেছেন।  তার স্বদেশী নাসিম শা൩হ ৫৫ নম্বরে পৌঁছেছেন।

🅠আফ্রিদির এই কৃতিত্বের অর্থ ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানীয় খেলোয়াড় পাকিস্তানের। সাবেক অধিনায়ক বাবর আজম রয়েছেন ব্যাটিং তালিকার শীর্ষে।

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দ💧ুই ধাপ উপরে উঠে ২৩তম স্থানে রয়েছ🌠েন।  

আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবী ওয়া꧑নডে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন।  ই𓆏ংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের  তালিকায় এক নম্বরে অবস্থান করছেন।  

Link copied!