২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ঘাতকের আঘাতে খুন হয়েছিলেন সাংবাতিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। প্রায় ১২ বছর আগেকার ঘটনা বলে হয়ত অনেকেরই স্মৃতি থেকেই মুছে গেছে তাদ🦩ের নাম। প্রতিবছর ফেব্রুয়ারি এলেই খবরের শিরোনাম হন তারা। অবশ্য এবার এক মাস আগেই খবরের শিরোন💖াম হলেন তারা একমাত্র সন্তান ১৬ বছর বয়সী মাহির সরোয়ার মেঘের সৌজন্যে।
মেঘ এবার বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইনার। গেলবছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত। শেখ জা⛦মাল মাঠে নিয়মিত অনুশীলন করেন মেঘ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে🥃 নিজেকে বড় করতে চান তিনি। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে মেঘের।
দুর্দান্ত ঢাকার অফিসিয়াল পেইজ থেকে বুধবার জানানো হয়েছে মেঘের ডিজাইনের কথা। ট্রফি উন্মোচনের সময়ে দেখা গেছে ঢাকা দলের জার্সির ঝলক। একপাশে স্বপ্নের পদ্♔মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সিতে ছিল গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।
গেল ব🍰ছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল জার্সির ডিজ𓄧াইন করেছিলেন মেঘ।
বার বছর আগে পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্য𒁏াকান্ডের শিকার হন ๊মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।