• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউএস ওপেন টেনিস

টানা চতুর্থবারের মতো শেষআটে সাবালেঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৪৯ পিএম
টানা চতুর্থবারের মতো শেষআটে সাবালেঙ্কা
আরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

আরিনা সাবালে♈ঙ্কা তার প্রতিপক্ষ এলিস মের্টেন্সের বিরুদ্ধে দারুণ এক জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ইউএস ওপেন টেনিস আসরের কোয়ার্টার ফাইনꦉালে পৌঁছেছেন।

গত বছর নিউইয়🅺র্কের ফাইনালে কোকো গফের কাছে পরাজিত হন এবারের দ্বিতীয় বাছাই বেলারুশের সাবাল🧸েঙ্কা। চতুর্থ রাউন্ডের ম্যাচে তিনি তার সাবেক দ্বৈত সঙ্গী মার্টেনসকে হারিয়েছিলেন সরাসরি ৬-২ ও ৬-৪ সেটে।

বেলারুশিয়ান তারকা সাবালেঙ্কা বেলজিয়ামের মের্টেন্সের তৈরি করা ব্রেক পয়েন্টগুলোর আটটিই রক্ওষা করেছেন এবং সহজেই জয়লাভ করেছেন।

২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বনন্দিত তারকা🤪, ২৩টি গ্রান্ড স্লাম শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামস চতুর্থবারের মতো শেষআটে উঠেছিলেন। তার পর সাবালেঙ্কাই প্রথম নারী খেলোয়াড় যিনি ফ্লাশিং মিডোসে টানা চারবার  নারী এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।

সাবালেঙ্কা সেমিফাইনালে উঠার🌠 লড়াইয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন চী⛄নের ঝেং কিনওয়েনের মুখোমুখি হবেন। ঝেং অলিম্পিক রৌপ্য পদক জয়ী ডোনা ভেকিককে ৭-৬ (৭-২) ৪-৬ ৬-২ সেটে পরাজিত করেছেন।

দীর্ঘ আড়াই ঘণ্টার এই ম্যাচ জিতে কঠিন লড়াই করতে হ𒁏য়েছে চ🌳ীনা তারকাকে।  

চলতি বছরের প্রথম গ্রান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ঝ🍬েংকে পরাজিত করেন সাবালেঙ্কা।

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!