পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ৯০১টি গোলের মালিক। ৩৯ বছর বয়সী রোনালদো ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন নেশꦚনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলা রোনালদো এবার জাতীয় দলের হয়ে মা♛ঠে নামলেন। নেশনস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বদলি নেমে করলেন জয়সূচক গোল।
রোববার রাত💧ে পর্তুগাল ২-১ গোলে পরাজিত করে স্কটল্যা▨ন্ডকে। টানা দুই জয়ে ১ নম্বর গ্রুপে শীর্ষে রয়েছে পর্তুগাল।
ম্যাচের ৭ মিনিটের সময় ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। ৫৪ মিনিটে ফেরনান্ডেজের গোলে ম্যাচে সমতা আনে পর্তুগাল। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে না🦩মেন রোনালদো। ম্যাচ যখন ড্রর পথে ঠিক তখন তিনি ৮৬ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।