অ্যাথলেটিকস থেকে অবসরের ঘো🔯ষণা দিয়েছেন ব্রিটিশ অলিম্পি🧔ক নারী তারকা জোডি উইলিয়ামস।
৩১ বছর বয়সী নারী স্প্রিন্টার উইল🤪িয়ামস এ পর্যন্ত তিন✱টি অলিম্পিক আসরে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সর্বশেষ প্যারিস অলিম্পিকে ৪*৪০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জপদক বিজয়ী ব্রিটেন দলের সদস্য ছিলেন।
ব্যক্তিগত অর্জনের মধ্যে উইলিয়ামস সিনিয়র স্তরে নয়টি꧟ বড় আন্তর্জাতিক পদকের মধ্যে ইউরোপীয় এবং কমনওয়েলথ আসরে ২০০ মিটার স্প্রিন্ট অন্যতম। এই দুই আসরে রৌপ্যপদক জেতেন তিনি।
‘প্রিয় ট্র্যাক অ্যান্ড ফিꦕল্ড, সময় এসেছে আমাদের আলাদা হওয়ার,’ উইলিয়ামস সোশ্যাল মিডিয়ায় এমনই এক প𓂃োস্ট দিয়েছেন।
পোস্টে তিনি অ্যাথলেটিকসের উদ্দেশে আরও লিখেছেন, ‘তুমি আমাক𓆉🎃ে আমার শৈশবের স্বপ্নগুলো অর্জনের পথ দেখিয়েছো এবং আমাকে একটি ছোট্ট অবুঝ মেয়ে থেকে আত্মবিশ্বাসী নারীরূপে তৈরি করেছো।’
উইলিয়ামস ২০০ মিটারেই বেশি পারদর্শী। তিনি ২০১৪ সালে ইউরোপীয় আসরে রৌপ্য জয় করেন ২২.৪৬ সেকেন্ডে দূরত্ব অতি✃ক্রম করেন।
পরবর্তীতে ত🐠িনি ৪০০ মিটারেও সাফল্য অর্জন করেন, ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। জেতেন ব্রোঞ্জপদক।
তিনি প্যারিসে🌟 নারীদের ৪*৪০০ মিটারে ব্রিটিশ দলের সদস্য হিসাবে প্রথম বৈশ্বিক পদক অর্জন করেন। ঐ দলে তার সঙ্গে ছিলেন ভিক্টোরিয়া ওহুরুগু, লাভাই নিলসেন, নিকোল ইয়ারগিন ও 💎অ্যাম্বার অ্যানিং।