• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লাল বলের আশা ছেড়ে সাদা বলেই মনযোগী শামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:২০ পিএম
লাল বলের আশা ছেড়ে সাদা বলেই মনযোগী শামি
মুহম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশ এবং কর্নাটক দলের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ।  সেই দলে নেই মুহম্মদ শামির নাম। একে তো অস্ট্রেলিয়া সফরের দলে জ🐼ায়গা পাননি। তার উপর রঞ্জির দলেও নাম না থাকায় জল্পনা তৈরি হয়েছে এই তারকা পেস বোলারকে নিয়ে। জানা গেছে, লাল বলের ক্রিকেটে হয়তো আর দেখাই যাবে না ২২৯টি টেস্ট উইকেটের মালিককে। তিনি এখন মন দিচ্ছেন সাদা বলের ক্রিকেটেই।

 ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সারা ফেলেন শামি। কিন্তু তারপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি শামিকে। ঘরোয়া বা আন্তর্জাতিক— কোনও ধไরনের ক্রিকেটেই খেলেননি। তবে মাস দুয়েক আগে থেকে তার ফেরা নিয়ে বার বার জল্পনা তৈরি হয়েছে। কখনও বলা হয়েছে, নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন। কখনও বলা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে ফিরবেন। তার আগে রঞ্জিতে খেলবেন। তবে কোনওটিতেই এখনও শামিকে দেখা যায়নি। এদিকে তিনি প্রতিনিয়ত নিজের শারীরিক কসরতের ছবি, ভিডও পোস্ট করছেন। বেঙ্গালুরু টেস্টের পরে পুরোদমে বলও করেছেন।

শামির ঘনিষ্ঠ সূত্রে খবর, ৩৪ বছর বয়সী ফাস্ট বোলার শারীরিক ধকলের কারণেই লাল বলের ক্রিকেট নিয়ে আর ভাবছেন না। তিনি মনে করছেন, লাল বলের ক্রিকেটের ধকল নেওয়ার মতো জায়গায় শরীর আর নেই। বয়সও বেড়ে গিয়েছে। তাই ক্যারিয়ারেরꦑ বাকি সময়টা সাদা বলের ক্রিকেটেই খেলতে চান।

সাদা বলের ক্রিকেটে খেলতে চান বলেই দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার কথা ভাবছেন শামি। পশ🅰্চিমবঙ্গ ক্রিকেটের সূত্র মারফত সে রকমই জানা গেছে। সাদা বলের ক্রিকেটে নেমে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন তিনি। মুস্তাক আলিতে পশ্চিমবঙ্গের প্রথম ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে ২৩ নভেম্বর।

সাদা বলের ক্রিকেটের ধকল যে তিনি 🔯সামলাতে পারবেন, সেটা বোঝা গি🅠য়েছিল গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময়। প্রথম চারটি ম্যাচ না খেলেও ২৪টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারি হয়েছিলেন।

অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি শামির। দল ঘোষণা হওয়ার পর শামি বোর্ড এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। প্রতিশ্রুতি দেন, লাল বলের ক্রিকেটে 🅰খুব শিগগিরই ফিরবেন। কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সেই সম্ভাবনা কম। হয়তো কোনও সময়ে আর কয়েকটি টেস্টে দেখা যেতে পারে তাকে। কিন্তু পাকাপাকিভাবে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাই ভাবছেন শামি।

Link copied!