বাংলাদেশ প🍰্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মাঠের লড়াইয়ে তেমন বড় তারকার দেখা মেলার সম্ভাবনা কম। তবে মাঠের বাইরে বিপিএলের আকর্ষণ বাড়াতে এবং ১১তম আসরকে মাতাতে আসতে পারেন এক⛄ঝাঁক বিশ্বমানের তারকা।
বিশ্বের নামকরা ফুটবলার, ক্রিকেটার এবং হলিউড তারকাদের উপস্থিতির সম্ভাবনা প্রচুর এবার। বিসিবির অন্যতম পরি⛦চালক নাজমুল আবেদিন ফাহিম সোমবার রাতে দিয়েছেন এ তথ্য।
তিনি জানিয়েছেন, এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্য🔥োগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ফুটবলের বিশ্ব তারকা, নামী ক্রিকেটার এবং হলিউডের তারকাদের 🏅উপস্থিতির সম্ভাবনা আছে যথেষ্ঠ।
তবে কোন ফুটবল তারকা বা কোন হলিউড স্টারের সঙ্গে কথা-বার্তা চলছে, সে সম্পর্কে কিছু জান🎀াননি ফাহিম। সূচি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসর।
মূলত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের💞 বৈশ🌄্বিক কানেকশনকে কাজে লাগিয়ে বিপিএলকে আকর্ষণীয় করার চিন্তা করছে বিসিবি। এ নিয়ে তারা কয়েক দফা মিটিংও করে ফেলেছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানꦺ উপদেষ্টা ড. ইউনূস সর্বশেষ প্যারিস অলিম্পিকের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। মিরপুরেಌ বিসিবি পরিচালক ফাহিম সাংবাদিকদের এ নিয়ে বলেছেন, ‘এ ধরনের ইভেন্টের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে মানুষকে কিভাবে আরও সম্পৃক্ত করতে হয়, মানুষকে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, এ বিষয়গুলো আমাদের প্রধান উপদেষ্টার চেয়ে ভালো কেউ জানেন না।’