রাজধানীর কারওয়ান বাজারে ফুটপাতে উচ্ছেদ অভিযানের পর আবার দখল করেছেন হকাররা। সবজিসহও বিভিন্ন পণ্য নিয়ে রাস্তা ও ফুটপাতের ওপর বসে পড়েছেন তারা।
মঙ্⛄গলবার (৫ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে এমন চিত্র দেখা ♏যায়। এর আগে সোমবার (৪ নভেম্বর) রাতে যৌথ বাহিনীর অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দি♐কে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব কারওয়ান বাজারের রাস্তার দুই ধারে ও ফুটপাতে বস𓄧া হকারদের উচ্ছেদ করে। রাত ১১টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে শত শত হকারকে উচ্ছেদ করা হয়।
তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে হকাররা ফুটপাতে সবজি ও প🍒ণ্য সাজিয়ে বসেন। সকাল ১০টার পর যৌথ বাহিনী দখলমুক্ত রাস্তা ও ফুটপাত দেখতে কারওয়ান বাজারে পরিদর্শনে আসে। এ সময় তাদের দেখে অনেক হকারই সরে পড়েন। কয়েকজন আবার ফুটপাতে বসে যান। তাদের সরে যেতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়।
পথচারীরা বলেন, প্রতিদিন হকাররা রাস্তার দুই ধারে পণ্য সাজিয়ে বসেন। রিকশা-ব্যাটারিচালিত অটোরিকশা, বিভিন্ন💃 পিকআপ ও বিভিন্ন গাড়ি রাস্তায় রাখা হয়। যার কারণে এখানে দিনরাত যানজট লেগে থাকে।
যৌথ বাহিনীর টহল দলের কর্মকর্তা জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার শুকুর মাহমুদ খান বলেন, কারওয়ান বাজার রাস্তার দুই ধারে ও ফুটপাতে কোনোভাবেই বসতে দেওয়া হবে না। গতকাল রা🦂তে কারওয়ান বাজারে হ🎉কারদের উচ্ছেদের পর আজ সকালে তারা আবার ফুটপাতে বসেছিলেন। তাদের ফুটপাত থেকে ছেড়ে চলে যেতে ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, এখন থেকে প্রতিদিনই মনিটরিং করা হবে। আর যেন কোনো হকার রাস্তা 🔯ও ফুটপাত দখল করে বܫসতে না পারেন।