• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মন্দিরে এসি থেকে পড়া পানি ‘চরণামৃত’ ভেবে পান করলেন ভক্তরা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০২:৪৭ পিএম
মন্দিরে এসি থেকে পড়া পানি ‘চরণামৃত’ ভেবে পান করলেন ভক্তরা!

মন্দিরের হাতির ভাস্কর্যের মুখ থেকে পড়ছে পানি। বিষয়টি দেখে ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি ভেবে পান করছেন ভক্তরা। এরই মধ্যে সেখানে হৈহুল্লোর পড়ে গেল। ভিড় বাড়তে থাকে ভক্তদের। সবাই হাতির ভাস্কর্যের ⛦মুখ বেয়ে পড়া পানি পান করতে চান। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে জানা গেল হাতির ভাস্কর্যের মুখ বেয়ে পড়া পানি এসেছ🦩ে মন্দিরের এসি থেকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে। এ ঘটনার সংবাদ প্রকꦬাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম।

দ্যা ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাঁকে বিহারী মন্দিরে ভক্তরা এসি জলকে পবিত্র ‍‍`চরণ অমৃত‍‍` বলে 🍨ভুল করেছেন💜।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বি🔯শ্বাস করেন।

বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে𒊎, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। আবার অনেকেই হাতের তালুতে এ ꧟পানি নিয়ে পান করছেন, মাথায়ও ছিটিয়ে দিচ্ছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়,ꩲ মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।

Link copied!