• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ম্যারাডোনার পাসে পেলের গোল


সৌরভ কুমার দাস
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০১:০৫ এএম
ম্যারাডোনার পাসে পেলের গোল

হেডলাইন পড়ে অবাক হয়েছেন? উদ্ভট মনে হচ্ছে। হতেই পারে, কারণ, পেলে ও দিয়েগো ম্যারাডোনা তো একসাথে কখনো পেশাদার ফুটবলই খেলেননি। কিন্তু এখানে তো আর✱ পৃথিবীর ম্যাচ নিয়ে বলছি ন💞া। বলবোই কিভাবে? কেউই তো এখন পৃথিবীতে নেই।

২০২০ সালের ২৫ নভেম্বর স্বর্গলোকে পাড়ি জ💝মান ম্ꦉযারাডোনা। তখন ফুটবল ঈশ্বরের মৃত্যুতে পেলে বলেছিলেন, ‘আশা করি একদিন তোমার (ম্যারাডোনা) সঙ্গে আকাশে ফুটবল খেলবো।’

পেলের আশা হয়তো এতক্ষণে পূরণ হয়ে গেছে। স্বর্গলোকে এতক্ষণে ফুটবলের💎 রাজাকে স্বাগত জানিয়েছেন ম্যারাডোনা। ইতিমধ্যে হয়তো একটি ফুটবল ম্যাচও মাঠে গড়িয়েছে।

যেখানে ম্যারাডোনা মাঝ মাঠের নীচ থেকে প্রতিপক্𒊎ষের একের পর এক ফুটবলারকে ড্রিবলিং করে ডি বক্সের সামনে গিয়ে বল দিয়েছেন পেলেকে। ম্যারাডোনার কাছ থেকে বল পেয়ে প্রতিমাতে তুলির শেষ আঁচর দিয়ে উঠে গেছেন ম্যারাডোনার কোলে।

ফুটবল ঈশ্বরের কোলে ফুটবলের রাজা! কি অদ্ভুত সুন্দর, কি মহাজাগতিক দৃশ্য, অথচ আমি, আপনি কেউই সেটা স্🅷বচোখে দেখতে পারবো না, কল্পনাই এখানে একমাত্র ভরসা। অবশ্য এসব ঐশ্বরিক দৃশ্য কল্পনা করলেও কখন যে রাতের অ꧙ন্ধকার শেষে সূর্যের আলো উঁকি দিবে সেটা টেরও পাওয়া যাবে না।

ফুটবল ইতিহাসের দুই স্বর্গ দূত, অথচ তাদের একসাথে খেলতে দেখার সৌভাগ্যই হলো না এই পৃথিবীর বাসিন্দাদের। দু’জনকে খেলতে দেখেছেন সেরকম লোকের সংখ্যাও হয়🀅তো দুর্বিন দিয়ে খুঁজলে হাতে গোনা কয়েকজন পাওয়া যেতে পারে আ🏅বার নাও পারে।

১৯৭১ সালে সর্বশেষ বুটজোড়া তুলে রেখেছিলেন পেলে। তারও ছয় বছর পর ১৯৭৬ সালে সিনিয়র ক♎্যারিয়ার শুরু হয় ম্যারাডোনার আর ১৯৭৭ সালে আর্জেন্টিনার জ♏ার্সিতে।

অথচ ফুটবল ইতিহাস ঘাটলে, দু’জনের নাম একসাথে আলোচনায় উঠে আসতে বাধ্য। ফুটবল পায়ে পেলে বন্ধ করেছেন যুদ্ধ, ইতালির নাপোলতে ম্যারাডোনা বসেছেন 🦹স্বয়ং ঈশ্বরের আসনে।

আপনি এমন একটা পৃথিবীতে জন্ম নিয়েছেন, যেখানে ফুটবল পায়ে মহামানব বনে গেছেন পেলে ও ম্যারাডোনা নামের দুই ভদ্রলোক। অবশ্য এখন 😼আপনারা যে পৃথিবীতে আছেন, সেখানে এই দুই ভদ্রলোকের কারোরই আর অস্তিত্ব নেই।

নাহ, এটা বড়সড় ভূ☂য়া কথা হয়ে যাচ্ছে। ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার ম্যারাডোনার অসস্তিত্ব কি আদৌ কখনো এই বসুন্ধরা থেকে মুছে যাওয়া সম্ভব? চোখ বুঝে বলে দেওয়া সম্ভব, এটা কখনোই সম্ভব না।

Link copied!