১৯৭১ সালে মেলবোর্নে ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচ থেকে জন্ম নেওয়া ওয়ানডে ক্রিকেট দারুণ জনপ্রিয় ♊হয়ে উঠে। কিন্তু টি-টোয়েন্টির টাকার খেল𝓰ার কাছে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে ওয়ানডে ক্রিকেট।
বিশ্ব ক্রিকেটে একসময়ের ব্যাপক জনপ্রিয় ধারণা ত্রিদেশীয় সিরিজ হারিয়ে গিয়🅺েছে অনেকটা দিন আগেই। দিনে দিনে কমে আসছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সংখ্যাও।
ওয়ানডে ফরম্যাটের নিয়মিত দল বাংলাদেশ চলতি মাসে ৫০ ওভারের ফরম্যাটে নেমেছিল প্রায় ৮ মাসের বিরতি দিয়ে। পাকিস্তান বিশ্বকাপের 💯পর প্রথম ওয়ানডে খেলতে সময় নিয়েছে প্রায় ১ বছর।
লাভজনক এবং দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা টি-টোয়েন্টি ফরম্যাটের কারণে ওয়ানডে এখন বিলু𝐆প্তপ্রায়। গেল বছর বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটক🍰েই সীমিত করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং এমসিসি প্রেসিডেন্ট মার্ক নিকোলাস।
টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ততা এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর খেলা চলছে বিশ্বজুড়ে। এমন অবস্থায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ধারণাও হারিয়ে যাবে বলে মনে করেন সাব💫ꦬেক অজি তারকা মার্ক ওয়াহ।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সমালোচনা করেছিলেন শেষ ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না রাখার কারণে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ছিলেন না অধিনায়ক প্যাট কামিন্সসহ ৫ ক্রিকেটার। এমন ღসিদ্ধান্তের বিরোধী ছিলেন মাইকেল ক্লার্ক।
তবে সাবেক ওপেনার মার্ক টেইলর এই সিদ্ধান্তের প্রভাব দেখছেন আরও বড় আকারে। তিনি মনে করেন এমন আচরণ ধীরে ধীরে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রচলনই মুছে দেবে ক্রিকেট বিশ্ব থেকে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আমার মনে হয় ৫০ ওভারের ক্রিকেটের সূচির ওপর চাপ বাড়ছে। আমার মনে এসব🍷 সিরিজ ধীরে ধীরে মুছে যাবে। হয়ত হারিয়ে যাওয়ার পথে।’
মার্ক টেইলর ওয়ানডে ক্রিকেটের সম্ভাবনা দেখছে❀ন একটি জায়গায়, ‘যখন বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর আসবে, তখন ♑ওয়ানডে সিরিজ হতে পারে প্রস্তুতির অংশ হিসেবে।’