পিএꦐসজির হয়ে শেষ ম্যাচটি রঙিন হয়নি মেসির। ৩-২ গোলে হেরে যায় আর্জেন্টাইনের বিদায়ী দল। হেরে দুয়ো শুনেই শেষ হয়েছে পিএসজি অধ্যায়। তবে বন্ধু নেইমার 𒁏ভালোবাসা জানিয়েছে মেসিকে।
দুরত্ব বাড়লেও বন্ধুত্ব যে কমে না নেইমারের বার্তা তাই প্রমাণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসিকে উদ্দেশ্য করে ‘তোমাকে ভালো🐻বাসি’ বার্তা দেন ব্রাজিলীয় তারকা।
ফেসবুকে বন্ধু মেসির সঙ্গে ছবি শেয়ার করে নেইমার ক্যাপশনে লেখেন, “ভাই আমরা যেমনটা ভেবেছিলাম সেভাবে যায়নি। তবে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তোমার সঙ্গে দুই বছর ড্রেসিংরুম ভাগাভাগি ছিল দারুন আনন্দের।✨ তোমাকে নতুন মঞ্চের জন্য শুভকামনা। ভালো থেকো, তোমাকে ভালোবাসি।”