• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাথুরুসিংহের ‘চড় মারা’ প্রসঙ্গে মুখ খুললেন নাসুম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৪১ পিএম
হাথুরুসিংহের ‘চড় মারা’ প্রসঙ্গে মুখ খুললেন নাসুম
চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

গত বছরের বিশ্বকাপের মাঠে বাংলাদেশ ভালো করতে পারেনি। তবে দলের পারফরম্যান্স ছাপিয়ে আলোচ♍না হয় অন্য এক ইস্যু নিয়ে। গণমাধ্যমে চাউর হয় বিশ্বকাপ চ🍨লাকালীন স্পিনার নাসুম আহমেদকে ‘চড়’ মেরেছিলেন তৎকালীন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিষয়টি সে সময় নাসুম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড🃏 (বিসিবি) কোনো প্রতিক্রিয়া জানায়নি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন এই টাইগার স্পিনার।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসুম আহমেদꦦ বলেন, “আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্ছিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারও সঙ্গে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এব🔥ং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে), সেখানে ফিরে এসেছি।”

এক প্রশ্নের জবাবে নাসুম আহমেদ লেন, “অতীত আপনি জানেন, সারা দেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দ♕ও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না। এখন আমার পারফরমেন্স ধরে রাখতে হবে। আমি স💙র্বোচ্চটা দিয়ে তা চেষ্টা করছি।”

Link copied!